গত কয়🥃েক মাস ধরে নিত্যপ্রয়োজনীয় বাজারে নেই কোনো𒆙 সুখবর। সবজি থেকে শুরু করে মাছ-মাংস সব কিছুর দাম বাড়তি। এমন ঊর্ধ্বগতির বাজারে সুখবর নিয়ে এলো চাল। বাজারের প্রায় সব ধরনের চালের দাম ২ থেকে ৩ টাকা কমেছে।
বুধবার (৫ এপ্রিল) র💃াজধানীর বেশ কয়ে বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
কারওয়ান বাজার দেখা যায়, মোটা চাল ৪০-৪২, আটাশ ৫০-৫৭ ও গুটি স্বর্ণা ৪৫ ট🥂াকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে দাম অপরিবর্তিত আছে মিনিকেট চালের। প্রতি কেজি মিনিকেট বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকা।
কারওয়ান বাজারের পাইকার❀ি ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া বলেন, “রোজার মাস তাই বিক্রি কম। তবে দাম কিছুটা কমেছে।”
চালের দাম কমার কারণ জানতে চাইলে মেসার্স বি-বাড়িয়া রাইস এজেন্সির মালিক নিজাম উদ্দীন বল🤪েন, “কয়েকদিন পরই তো নতুন চাল আসবে। তাই দাম কিছুটা কম। মিনিকেট কমে নাই।”
কোন ধরনের চালের চাহিদা বেশি জানতে চাইলে তিনি বলেন🐈, “কম দামি চালের চাহিদা বেশি। বেশি দামি চাল খাইতে পারে কয়জন। এক বস্তা চাল যদি তিন হাজার ৫০০ টাকা হয়, তা কয়জন কিনতে পারে? বেতন পায় কত টাকা মানুষ।”