দেশের নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর (আল জিহাদি🦂)’ বাঁধন হোসেন (২৮) নামের এক সক্রিয় সদ🅘স্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
শনিবার (১৪ অক্টোবর) এটিইউয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহꦉা🔯ম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
ছানোয়ার হোসেন বলেন, “বৃহস্পতিবার (১২ অক্টোবর) পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে বাঁধন 🍸হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাঁধন নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর সঙ্গে জড়িত থাকার বিষয়ে শুক্রবার (১৩ অক্টোবর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ꦡদিয়েছেন।”
ছ𒁏ানোয়ার হোসেন আরও বলেন, “বাঁধনসহ এ সংগঠনের বাকি সদস্যরা আনসার আল ইসলামের সদস্য এবং একই মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু সদস্যকে নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল-জিহাদী)’ গঠন করে। তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে সরকার উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করছিলেন।”