এমভি আবদুল্লাহর ন▨াবিকরা ১৯ এপ্রিল দুবাই পৌঁছাবেন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলে✨ন, “মুক্ত করা এ জাহাজটির মালিকরা খুব ভালো ভূমিকা রেখেছে। তবে মুক্তিপণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
সোমবার (১৫ এপ্রিল) সকালে সচিবালয়ে স🍌াংবাদিকদের এক প্🀅রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “জলদস্যুদের ২ নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধারকারী জাহাজ ছিল। বহুমাত্রিক ব্যবস্থার মাধ্যমে এমভি আবদু🅘ল্লাহকে উদ্♚ধার করা হয়েছে। বহুমাত্রিক চাপের কারণেই তারা ছাড়তে বাধ্য হয়েছে। আর কিছুদিন গেলে কী পরিণতি হতো, তারা সেটা বুঝতে পেরেছিলো।”
নৌ প্রতিমন্ত্রী বলেন, “২০২১ সাল পর্যন্ত ওই জাহাজে আমর্স গার্ড ছিল। তবে বর্তমানে না থাকাতে এমন ঘটনা ঘটেছে। জলদস্যুদের মনে হয় সোর্স আছে, কোন জাহাজে আমর্স গার্ড নেই, কোথায় আছে। সেই তথ্🐽য নিয়েই তারা জাহাজ আটক করে।”
এ সময় তিনি বলেন, “সদরঘাটে ঈদের দিনে ৫ জন নিহতের ঘটনায় তদন্ত চলছে। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ওই জাহাজের রুট পারমꦚিট বাতিল করা হয়েছে। কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে।”