কয়েক দিনের শ্রমিক অ▨সন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ সরকারি ছুটির দিনেও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা চালু রেখেছে মাল🎀িকপক্ষ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) শিল্প পুলিশ ১ এর আওতাধীন ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৪০০ শিল্প কারখানা আজ চালু 🌱র🧜য়েছে।
বিষয়টি নিশ্চিত🐓 করেছেন🔜 শিল্প পুলিশ ১ এর পুলিশ সুপার সারোয়ার আলম।
পুলিশ সুপার সারোয়ার আলম জানান, সরকারি ছুটির দিনে শিল্প কারখানা চালু রাখলেও কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। এ ছাড়া সকাল থেকে শান্তিপূর্ণভাবে শ্রমিকেরা কারখানায় প♊্রবেশ করে উৎপাদন শুরু করলেও গত কয়েক দিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে টহল।
বেশ কিছু দিন ধরে চাকরিপ্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্🔴রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয় আশুলিয়া শিল্পাঞ♋্চলে।
পরিস🍃্থিতি𝓰 খারাপের দিকে গেলে গত বৃহস্পতিবার ২১৯টি এবং শনিবার ৪৯টি ও গতকাল ২০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ।