রাজধানী ঢাকার গুলশান-২ এলাক🀅ায় গত এক মাসে তিন লাখ গাড়ি ট্র🦩াফিক আইন ভঙ্গ করেছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
আজ বৃহস্পত🐓িবার (৬জুলাই) নগরভবনে একটি ফার্স্ট রোড সেফটি মিডিয়া ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।
জানা যায়, ব্লুমবার্গ ফিলানথ্রোপিজ ইনিশিয়েটি✅ভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআর এস) এ ওয়ার্কশপের আয়োজন করে।
মেয়র আতিক বলেন, ‘গুলশান-২ ইন্টার সেকশনে ট্রায়াল বেসিসে ✤এআইয়ের মাধ্যমে গাড়ির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্🦩ছে।
আমরা গত এক ম💛াস এই এলাকায় গাড়ি চলাচল পর্যবেক্ষণ করে যেটা পেয়েছি, সেটা ভয়াবহ। একমাসে তিন লাখ গাড়ি ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করেছে।
আমরা সেন্ট্রাল কমান্ড সেন্টারের মাধ্যমে এই তথ্য পেয়েছি। এ সেন্টারটি উত্তর সিটি করপোরেশনের মাধ্যমে পরি❀চালিত হচ্ছে।’
মেয়র আতিক আরও বলেন, ‘আমরা আগ🐷ামী ১১ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের এ তথ্য উপস্থাপন করব।&♛nbsp;
এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে ডিএমপি ট্রাফিক বিভাগের 𒅌সঙ্গে সমন্বয় করে গুলশানে এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু কর﷽া হবে।