ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ইতিহাস অনেক সমৃদ্ধ। তাই বঙ্গবন্ধুর𝔉 হাতে গড়া এই ছাত্রলীগে কখনো মীর জাফরদের স্থান হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
শনিবার (১৩ মে) বিকালে আসন্ন গাজীপুর সিটি করপোর෴েশন নির্বাচন উপলক্ষে গাজীপুর মহানগর ছাত্রলীগের আয়োজনে এক সমাবেশে 💖তিনি এসব কথা বলেন।
শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, “দেশরত্ন শেখ হাসিনা যাকে নৌকা মার্কা দিয়ে মনোনিত করেছেন, আমাদের সকলেই যার যার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে তাক💎ে নিরষ্কুশভাবে জয়যুক্ত করতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু গাজীপুর মহানগর নয়, বাংলাদেশের যেকোনো ইউনিটে শেখ হাসিনার নৌক൩ার বিরুদ্ধে যারা কাজ করার চেষ্টা করে এবং ইনিয়ে-বিনিয়ে ছলে-বলে কৌশলে নিজেদের সমর্থনকে যৌক্তিক বলে আমাদের সামনে উপস্থাপন করে তাদের উদ্দশ্যে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হাতে গড়া এই সংগঠনে মীরজাফরদের কোনো স্থান নেই। মীর জাফরদের ঠিকানা ছাত্রলীগের আঙ্গিনায় হবে না। এখনো সময় আছে আপনারা সর্তক হোন, সচেতন হোন। কꦰারণ, বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতাকর্মীও নৌকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেবে না।”