কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (২৭ মে) সকাল ১০টা ৮ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়🃏।
তথ্যটি নিশ্চিত 𝕴করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্য♍বস্থাপক মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান জানান, বৈরী আবহাও🌺য়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না🌱 থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
রোববার (২৬ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমাল খুলনা-বরিশাল বিভাগের উপকূলে সর্ব𓆉োচ্চ ১০২ কিলোমিটꦚার গতি নিয়ে আঘাত হানে। সারারাত ঝড়ের তাণ্ডব চলেছে। এর প্রভাবে ঢাকাসহ সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভোর থেকেই ঢাকাতে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়।
এর আগে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়াতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবꦚে। বৈদ্যুতিক সংযোগ, সিগনালিংসহ নানা সমস্💧যা হতে পারে।