বৈষম্যবিরোধী ছ🐻াত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘কমপ্লিট শাটডাউনের’ প্রভাব পড়েছে রাজধানীর সড়কগুলোতে। গণপরিবহন অন্যদিনের চেয়ে কম চলছে। ব্যক্তিগত গাড়ির সংখ্যাও অনেক কম। তবে স্বাভাবিক সূচিতে চলছে মেট💫্রোরেল।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সকাল ১০টায় সায়দাবাদ থেকে মানিক🀅নগর হয়ে মালিবাগ রোডে অল্পকিছু বাস চোখে পড়েছে। মতিঝিল শাপলা চত্বরেও বাস কম থাকায় মেট্রোরেলের দিকেই ছুটতে দে𒉰খা গেছে যাত্রীদের।
তღবে মেট্রোরেল চলাচল করলেও যাত্রীর চাপ কম। আলিফ হাসান নামে এক ব্যাংকার জানান, তিন𓄧ি থাকেন উত্তরায়। দিয়াবাড়ী থেকে কর্মস্থল ফার্মগেটে এসেছেন মেট্রোরেলে। আজ অন্যান্য দিনের চেয়ে মেট্রোরেলে যাত্রীর চাপ কিছুটা কম ছিল।
এর আগে বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ♚ে পোস্টের মাধ্যমে বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘🗹কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয়।
‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পর🍬িস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ সারা দেশে 🍌২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।