কর্মব্যস্ততাসহ নানা কারণে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে গ্রামের বাড়িতে যেতে পারেননি অনেকে। তাদের মধ্যে কেউ কেউ ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (১২ এপ্ꦦরিল) 🧸ঢাকা ছাড়ছেন।
সরেজমিনে দেখা যায়, কমলাপুর স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীর চাপ। সড়কের পাশাপাশি ভোর থেকেই♑ রেলপথে যাত্রীর দেখা মেলে রেলস্টেশꦦনে।
যাত্রীদের অনেকܫে জানিয়েছেন, মূলত ঈদে যাত্রাপথের ভোগান্তি এড়াতেই ঈদের পরদিন গ্রামের বাড়ি যাচ্ছেন। আবার টানা ছুটির কারণে যাত্রার জন্য অনেকেই বেছে নিয়েছেন ঈদের পরদিনকে।
ঢাকা ছা൩ড়ার পথে যাত্রীর চাপ থাকলেই ঢাকামুখি মানুষের সংখ্যা ছিল অনেকটাই কম।
এদিকে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের ট্রেনগ💜ুলো কমলাপুর থেকে⛄ ঠিক সময়ে ছেড়েছে।
যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে রাজধানꦯীসহ সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিতꦡ হচ্ছে।