ওমান থꦛেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ১০ বছর মেয়াদি📖 চুক্তি করেছে সরকার।
সোমবার (১৯ জুন) রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন পেট্রোবাংলার বোর্ড সচিব রুচিরা ইসলাম। ও💯মানের পক্ষে সই করেন দেশটির সরকারি মালিকানাধীন কোম্পানি ওকিউ ট্রেডিং লিমিটেডের নির্বাহী পরিচালক সাইদ আল মাওয়ালী।
জিটুজি ভিত্তিতে ১০ বছর মেয়াদি ১ থেকে ১ দশমিক ৫ এমটিপিএ (মিলিয়ন টন পার এনাম) এলএনজি আমদানির লক্ষ্যে𒅌 পেট্রোবাংলা ও ওকিউ ট্রেডিং লিমিটেডের সঙ্গে ২০১৮ সালের ৬ মে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। স্বাক্ষরিত চুক্তির আলোকে ওকিউ ট্রেডিং লিমিটেড বর্তমানে বছরে ১ এমটিপি (১৬ কার্গো সমতুল্য) এলএনজি সরবর🥀াহ করছে।
নতুন স্বাক্💖ষরিত চুক্তি অনুযায়ী, ১০ বছর মেয়াদে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে ওমান। এর মধ্যে ২০২৬ সালে ৪ কার্গো, ২০২৭ থেকে ২০২৮ সাল পর্যন্ত প্রতিবছর ১৬ কার্গো এবং ২০২৯ হতে ২০৩৫ সাল পর্যন্ত প্রতিবছর ২৪ কার্গো এলএনজি সরবরাহ করবে। যা কম বেশি ১ দশমিক ৫ এমটিপিএ এলএনজির সমতুল্য।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, “বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই এলএনজি গুর⛄ুত্বপূর্ণ অবদান রাখবে। বাংলাদেশ গ্যাস অনুসন্ধান কাজ জোরদার করেছে। গভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য পিএসসিকে হালনাগাদ করা হচ্ছে।”