রাজধানীতে প্রশাসনিক অনুমতি ছাড়া সভা-সমাবেশ করলে আইন অনুযায়ী ব্যไবস্থা নেবে ডিএমপি। ডিএমপির অধ্যাদেশে যেই নিয়ম-কানুন রয়েছে, সেই নিয়ম-কানুন যদি কেউ ভঙ্গ করতে চায় এবং করে, নির্ভয়ে, নির্বিঘ্নে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
সোমবার (২ অক্টোবর🀅) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ꦦঠানে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
এদিকে বিএনপি বলেছে, তারা ঢাকায় অনুমতি ছাড়াই সভা সমাবেশ করবে। যদি অনুমতি না নেয় তাহলে ডিএমপি কী ধরনের ভূমিকা নেবে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “আজকেও বিরোধী দলের একটি প্রোগ্রাম রয়েছে। তারা আমাদের কাছ থেকে♔ অনুমতি নিয়েছে। আমরা যেভাবে অনুমতি দিয়েছি, সেই অনুমতি মেনে নিয়েই তারা কাজ করছে।”
বিএনপি এর আগে অবরোধ করেছে।♋ সামনে যদি আবারও অবরোধে যায় তাহলে কী ব্যবস্থা নেবেন জানতে চাইলে কমিশনার বলেন, “আমরা বলেছি ডিএমপির অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা নেব।”