• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ট্রেনে ঈদযাত্রা

আড়াই ঘণ্টাতেই শেষ পশ্চিমাঞ্চলের টিকিট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৩, ২০২৪, ০৩:১৩ পিএম
আড়াই ঘণ্টাতেই শেষ পশ্চিমাঞ্চলের টিকিট
ট্রেন। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা ঘিরে ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার দ্বিতীয় দিনের প্রথম ভাগে পℱশ্চিমাঞ্চলের টিকিটের সিংহভাগ মাত্র আড়াই ঘণ্টাতেই শেষ হয়ে গেছে।

সোমবার (৩ জুন) রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ছিল প্রথম রংপুর বিভা🤡গের। এ বিভাগের টিকিট প্রথম ঘণ্টাতেই বিক্রি শেষ হয়ে গেছে।

প্রথম আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সা🍌ড়ে ১৪ হাজার টিকিটের মধ্যে ১৪ হাজার ৩৯১ টিকিট বিক্রি হয়ে গেছে। সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলে আন্তঃনগর ꦕট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

প্রথম দিনে পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী♊ ও খুলনায় টিকিটের চাহিদা কম থাকলেও দ্বিতীয় দিনে টিকিটের ব্যাপক চাহিদা ছিল।

ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বꦯলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল।

রেলওয়ের টিকিট বিক্রিতে যুক্ত সহ🦩জ ডটকমের সিইও সন্দ্বীপ দেবনাথ বলেন, “প্রথম আড়াই ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ৩৯১টি টিকিট বিক্রি হয়ে গেছে। এর মধ্যে পিক আওয়ার সকাল ৮টা থেকে সাড়ে আটটার মধ্যে যাত্রীদের টিকিট কাটতে সহজ ডটকমের সার্ভারে প্রায় এক কোটি ৯০ লাখ হিট পড়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের উত্তরবঙ্গের ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এর♋পরই রয়েছে ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারি রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা।

এই তিন রুটের টিকিট প্রথম দশ মিনিটেই শেষ হয়ে গেছে। আর ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন লালমনি এক্স💫প্রেস হওয়ায় এই রুটের টিকিটও দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে বরাবরের মতো।

অপরদিকে, ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তঃনগর-পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিট বিক্রি হতে সময় লেগেছে এক ঘণ্টার মতো। আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তঃনগর ট্রেন-বেনাপোল, সুন্দরবন💜 ও চিত্রা এক্সপ্রেসের টিকিটও বিক্রি হয়ে গেছে।

অন্যদিকে, দুপুর দুইটায় শুরু হবে পূর্বা🗹ঞ্চলের আন্তঃন🅘গর ট্রেনের টিকিট বিক্রি।

Link copied!