রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা🉐ধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “তাকে (খালেদা জিয়া) 🐻করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা এখন ভেতরে কাউকে যেতে দিচ্ছেন না।”
শনিবার (২২ জুন) খালেদা জিয়ার চিকিৎসা🎃য় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর এভারকেয়ার হাসপাতꦇালে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “আমি তার (খালেদা জিয়া) চিকিৎস♛া নিয়োজিত ডাক্তারদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, তার অবস্থা বেশ ক্রিটিক্যাল।”
এসময় খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চান বিএনপি 🃏মহাসচ🤪িব।
খালেদা জিয়ার সর্বশেষ অবস্থার জানান দিয়ে চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন𒐪 বলেন, “ম্যাডাম (খালেদা জিয়া) সিসিইউতে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা চলছে।”
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছে, হৃদরোগ সংক্রান্ত▨ জটিলতা নিয়ে এবার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা ꧙জিয়া। হৃৎস্পন্দন কমে গেছে। রক্তচাপেও সমস্যা আছে।
এর আগে শনিবার রাত সাড়ে ৩টার দ🐠িকে গুল💮শানের বাসা ফিরোজায় হঠাৎ খালেদা জিয়ার শ্বাস কষ্ট বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।