সাংবাদিকতার নামে যারা অপসাংবাদিকতা করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবিতে একমত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, “হুট করে বা কম সময়ের নোটিশে কোনো সংবাদকর♛্মীকে প্রতিষ্ঠান ছাঁটাই করতে পারবে না। কোনো সংবাদকর্মীকে ছাঁটাই করতে হলে, তিন মাস আগে নোটিশ দিতে হবে।”
বুধবার (১৪ ফেব্রুয়ারি🔯) দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট স꧒েন্টারের (বিজেসি) সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ আলী আরাফাত বলেন, “অপতথ্যকে দমন করতে গিয়ে সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে দমন 🍃করতে চায় না। এট🌼া সরকারের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য।”
ফেইসবুক, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলো𝓀কে একটি জবাবদিহিতার মধ্যে আনা প্রয়োজন, সাংবাদিকদের এমন দাবির সঙ্গে একমত পোষণ করেছেন প্রতিমন্ত্রী। সারা 🌼দেশে ক্যাবল নেটওয়ার্কের কাজ শিগগিরই ডিজিটালাইজ করার কাজ শুরু হবে জানিয়ে তিনি বলেন, “ক্লিন ফিড ছাড়া কেউ টেলিভিশন চালাতে পারবে না। এমনটা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”