বাংলাদেশসহ তিন🏅 দেশের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া স্থগিত করেছে ইতালি সরকার। এবার আইন প্রণয়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ ঘটনায় দালালদের এককভাবে দায়ী করছেন প্রবাসী বাংলাদেশিরা।
ইতালি সরকারের এমন পদক্ষেপে স্থায়ীভাবে বꦅাংলাদেশি🌌দের জন্য দেশটির দরজা বন্ধ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ভাগ্য পরিবর্তন কিংবা আরও একটু ভালো থাকার জন্য অনেক বাংলাদেশি পাড়ি জমান স্বপ্নের দেশ ইতালিতে। ৯০-এর দশক থেকে দেশটিতে বাংলাদেশিদের অভিবাসন🐭 শুরু হয়। এ পর্যন্ত দুই লাখেরও বেশি বাংলাদেশির বসবাস ইউরোপের এই দেশে।
এরইমধ্যে তাদের মধ্যে 𝕴বহু বাংলাদেশি ইতালির নাগরিকত্বও পেয়েছেন। কিন্তু চলমান স্পন্সর ভিসায় ভুয়া ভিসার অনুমতিপত্র দিয়ে বাংলাদেশিরা মেলোনি সরকারের তোপের মুখে পড়েছেন। যার কারণে এবার আইন করে বাংলাদেশসহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে ইতালি।
গেল ১১ অক্টোবর এ সংক্রান্ত একটি আইন অনুমোদন করে দেশটির সরকার। ইতালি সরকারের ﷺএই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করে প্রবাসীরা বলছেন, এজন্য দায়ী বাংলাদেশি দালাল চক্💛র।
২০২৩-২০২৫ স🌃ালের আইনের অধীনে বহু বাংলাদেশি দালালদের মাধ্যমে আবেদন করে প্রতারিত হচ্ছেন। এ অবস্থায় স্থায়ীভাবে বাংলাদেশিদের জন্য ইতালির দরজা বন্ধ হতে পারে বলে আশঙ্ꦐকা বিশ্লেষকদের।