দুবাইয়ে সোনার দোকান চালু করে সাম্প্রতিক 𝓀সময়ে আলোচিত রবিউল ইসলাম ওরফে আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়া হয়েছে এবং ইন্টারপোল তা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুꩵল্লাহ আল মামুন।
সোꦍমবার (২০ মার্চ) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্ব🍸োধনের পর তিনি এ তথ্য জানান।
আরাভ খানকে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে জানিয়ে😼 চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, “আরাভ খানের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি না স❀েটিও তদন্ত করে দেখা হবে।”
আইজিপি বলেন, ൩“♌রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।”
দুবাইয়ে এক ঝাঁক তারকা আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধনে যাওয়া প্রসঙ্গে আইজিপি বলেন, “তারকারা বিজ💛্ঞাপনের জন্য বিভিন্ন জায়গায় যেতেই পারেন। এরপরও পুলিশ সার্বিক বিষয় খতিয়ে দেখছ🌃ে।”
নায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, “তিনি ইতোমধ্যেই জামিন পেয়েছেন। তবে আমি ন𝔉িশ্চিত করতে চাই কারও ♑বিরুদ্ধে অন্যায় হবে না।”