বন্ধ থাকা চিনিকলগুলো পুনরায় চালু করতে ফোর্স কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ🧸্টা আদিলুর রহমান খান। তিনি বলেছেন, “দেশের বন্ধ থ𝄹াকা চিনিকলগুলো পর্যায়ক্রমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।”
শনিবার (১৬ নভ🔜েম্বর) দুপুরে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহ♊মান খান বলেন, “যেখানে আখচাষিরাও সম্পৃক্ত আছেন। এগুলো চালু করতে আগে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এখন আবারও ১০০ কোটি টাকা দেওয়া হবে।”
শিল্প উপদেষ্টা আরও বলেন, “স♎েতাবগঞ্জ চিনিকল সম্ভাবনাময় একটি চিনিকল। এটি পুনরায় চালু করার চেꦕষ্টা চলছে।”
এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে🦩র নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ♈্য, ২০২০ সালে বন্ধ হয়ꦕ সেতাবগঞ্জ চিনিকল। এরপর থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও চালু হয়নি অন্যতম বৃহত্তম এই চিনিকল।