ঈদের পর হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে গেছে কাঁচা মরিচের দাম। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। কাঁচা মরিচের সঙ্গে এবার দাম বেড়েছে আলুরও। রাজধানীতে বাজারভেদে প্রতি কেজি আল⛄ু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। এ ছাড়া ঈদের পর টানা বৃষ্টির অজুহাতে দাম বেড়েছে সব ধরনের সবজির। একই সঙ্গে মাছবাজারেও থেমে নেই দ𓃲াম বৃদ্ধির প্রবণতা।
শুক্রবার (৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন বাজ🎐ার ঘুরে এমন চিত্র দ𒁃েখা যায়।
খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটোল ৫০-৬০, ঢেঁড়স ৫০-৬০, বেগুন ৬০ থেকে ৭০, ঝিঙা ৮০, বরবটি ৭০, কাঁকরোল ৭০, মিষ্টিকুমড়া ৩৫, পেঁপে ৬০, করলা ৭০, টমেটো ১৬০ থেকে ২০০, মুলা ৬০ ও শসা প🎃্রতি কেজি বিক্রি হচ্ছে ✨৬০ টাকা দরে।
অন্যদিকে চালকুমড়া প্রতি পিস ৬০, গাজর কেজি প্রতি ৭০, কচুর লতি ৬০, লাউ ৭০, কাঁচা♌কলা প্রতি হা♋লি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি পাঙাশ মাছ ১৯০-২১০ টাকায় বꦬিক্রি করা হচ্ছে। এ ছাড়া তেলাপিয়া ২২০- ২৫০, চিংড়ি ৬০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। রুই, কাতলা, মৃগেল বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৬০ টাকা কেজি দরে। দেশি প্রজাতির টেংরা, শিং, ও বোয়াল মাছের কেজি ৬৫০ থেকে ৮০০ টাকা।
কাঁচাবাজার করতে আসা𒐪 রাসে💙ল হোসেন সংবাদ প্রকাশকে বলেন, “কাঁচা মরিচের দাম বেড়ে চার গুণ হয়ে গেছে। বেড়েছে আলুর দামও। দুই দিন আগে মরিচ কিনেছি ২০০ টাকা। আজ আবার ৪০০ টাকার বেশি দিয়ে কিনতে হচ্ছে।”
মতি নামের আরেক ক্রেতা সংবাদ প্রকাশকে বলেন, “আলু, কাঁচা মরিচসহ সব ধরনের সবজিতে দাম বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের সঙ্গে সাধারণ মানুষের শ্রমের দাম তো বা♏ড়েনি। আমরা কীভাবে চলব জানি না𝔉।”