• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


থানায় না গিয়েও যেভাবে জিডি করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০১:৫৪ পিএম
থানায় না গিয়েও যেভাবে জিডি করবেন

সাধারণ ডায়েরি (জিডি) করতে সাধারণত সংশ্লিষ্ট থানায় যেতে হয়। তবে এ পদ্ধতিটি আরও সহজ করা হয়েছে। থানায় না গিয়েও এখন ঘরে বসে অনলাইনে জিডি করা যায়। সেই সঙ্গে ঘরে বসে♒ই জানা য🌺াবে অগ্রগতি।

যেভাবে অনলাইনে জিডি করবেন

প্রথম ধাপ : অনলাইনে জিডি করতে প্রথমে gd.police.gov.bd ওয়েবসাইটে ꧋ঢুকতে হবে। সেখানে অনলাইনে জিডির একটি পাতা আসবে। এরপর জাতীয় পরিচয়পꦜত্রের (এনআইডি) নম্বর, মোবাইল ফোন নম্বর ও জন্মতারিখ লিখে সাবমিট করতে হবে।

পরিচয় নিশ্চিতের জন্য এসএমএসের মাধ্যমে একটি কোড আব🌼েদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে যাবে।

দ্বিতীয় ধাপ : নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন, সেটি নির্বাচন করতে হবে। জিডির ধরন ও কী হারানো গেছে বা খুঁজꩵে পাওয়া গেছে, তা নির্বাচন করতে হবে। কোন জেলার কোন থানায় বা মহানগরের কোন থানায় জিডি করতে চান, তা নির্বাচন করতে হবে। ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করতে হবে।

তৃতীয় ধাপ : আবেদন🌳কারীর বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। জিডি–সম্পর্কিত কোনো নথি (ডকুমেন্ট) থাকলে সেগুলো সংযুক্ত করা যাবে। ই-মেইল দিতে হবে।

এরপর ‘সাবমিট’ (জমা) বাটনে ক্লিক করলে সম্পন্ন হবে অনলাইন জিডির। আবেদন সম্পন্ন হলে ল📖গইন🎃 করে আবেদনকারী জিডির সর্বশেষ অবস্থাও জানতে পারবেন।

তবে জমিজমা–সংক্রান্তসহ অন༒্যান্য ঘটনার বিষয়ে সশরীর থানায় গিয়ে জিডি🍰 করতে হয়।

Link copied!