রাজধানীতে হিজড়া সেজে চাঁদাবাজি করার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্র😼েপ্তারদের মধ্যে কয়েকজনের বিয়ে হয়েছে এবং তাদের স্ꦿত্রী ও সন্তান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ আগস্ট) দু🐼পুরে জাতীয় জ🐓রুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মিরপুর মডেল থানার টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, মো. হোসেন ওরফে শিলা হিজড়া (২৭), মো. হৃদয় ওরফে পিয়া হিজড়া (১৮), আমিনুল ইসলাম ওরফে ঐশী হিজড়া (২১), সাইফুল ইসলাম ওরফে জয়া হিজড়া (২৭), ইয়াহিয়❀া ওরফে মৌরি হিজড়া (৩০), নয়ন ওরফে নিশি হিজড়া (২০), বেলাল ওরফে কেয়া হিজড়া (২৮) ও মিজানুর রহমান ওরফে চায়না হিজড়া (২০)।
পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরেই হিজড়া সেজে বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছেন। পাপ্পু হিজড়া নামে তাদের একজন গুরুমাতা আছেন। এই পাপ্পু দেশের বিভিন্ন স্থান থেকে তাদের ঢাকায় আনেন এবং হিজড়া সাজিয়ে চাঁদাবাজি করান। বিনিময়ে প্রতিজনকে প্রতিদিন ৬০০ টাকা করে দেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের বাড়ি লক্ষ্মীপুর, সিরাজগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে। তাদের কয়েকজন বিবাহিত এবꩵং সন্তানও আছে। কিন্তু তবুও তারা হিজড়া সেজে চাঁদাবাজি করছিলেন।
এর আগে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড়ে তাওহীদ আলী নামের এক মোটরসাইকেল আরোহীর গতিরোধ করে টাকা দাবি করেন তা𝔍রা। তিনি দিতে অস্বীকৃতি জানালে তারা ধস্তাধস্তি করে তার কাছ থেকে ২০০🍸 টাকা কেড়ে নেন। পরবর্তীতে ভুক্তভোগী ওই ব্যক্তি ৯৯৯-এ ফোন করলে মিরপুর মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদেরꦦ বিরুদ্ধে ♔দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।