• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চলতি বছর পূর্বাভাসের চেয়ে প্রবৃদ্ধি বেশি : এডিবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩, ০৩:২২ পিএম
চলতি বছর পূর্বাভাসের চেয়ে প্রবৃদ্ধি বেশি : এডিবি

২০২২-২৩ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধির ꧋পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক, প্🌜রবৃদ্ধি তার চেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

সংস্থার তথ্যে জানা যায়, ৬ শতাংশের উচ্চ🌼তর এই বরাদ্দ দেশের শক্তিশা💎লী নিট রপ্তানিকে নির্দেশ করে; কারণ এই অর্থবছরে আমদানি প্রত্যাশার চেয়ে দ্রুত হ্রাস পেয়েছে এবং রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হ্রাস পেয়েছে।

সরকার♛ি নীতি সহায়ক হওয়ায় সব ধরনের পণ্য উৎপাদনকারী প্রতি⭕ষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রেখেছে বলে উল্লেখ করে সংস্থাটি।

বন্যা, ঝড়, খরার কারণে ফসলের ক্ষতিতে ভর্তুকি, প্রণোদনা এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে পূরণ করা হয়েছে। এ ছা🐎ড়া জনꦅসাধারণের ভোগের প্রবণতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিনিয়োগও বেড়েছে।

সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্🦄রিলে এডিবি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ৬.৫ শতাংশের যে প্রাক্কলন দিয়েছিল, তা এখনো অপরিবর্তিত রয়েছে।

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির জন্য ৪.৮ শতাংশ প🔯্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) জুলাই ২০২৩ অনুযায়ী♏, জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ায় মুদ্রস্ফীতি কমতে থাকবে বলে আশা করা হয়।

এপ্রিলের ৪.২ শতাংশের তুলনায় এ বছরের পূর্বাভাসে উন্নয়নশীল এশিয়ায় মুদ্রাস্ফীতি ৩.৬ শতাংশ অনুমান করা হয়েছে💙।

এদিকে ২০২৩-২৪ সা💖লের জন্য মুদ্রাস্ফীতির পূ🅰র্বাভাস ৩.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৪ শতাংশ করা হয়েছে।

গত এপ্রিলে এডিবি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ৬🅺.৫ শতাংশের যে প্রাক্কলন দিয়েছিল তা এখনো অপরিবির্তিত আছে।

 

Link copied!