২০২২-২৩ অর্থবছরের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক, প্রবৃদ্ধি তার চেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছে সংস্🐭থাটি।
সংস্থার তথ্যে জানা যায়, ৬ শতাংশের উচ্চতর এই বরাদ্দ দেশের শক্তিশালী নিট রপ্তানিকে নির্দেশ করে; কারণ এই অর্থবছরে আমদানি প্রত্যাশার চেয়ে দ্রুত হ্রাস পেয়েছে এবং রপ্তানি প্রবৃদ্ধি প্রত্যাশার চেয়ে কম হ্রাস পেয়✱েছে।
সরকারি নীতি সহায়ক হওয়ায় সব ধরনের ♍পণ্য উৎপাদনকার😼ী প্রতিষ্ঠান প্রবৃদ্ধিতে অবদান রেখেছে বলে উল্লেখ করে সংস্থাটি।
বন্যা, ঝড়, খরার কারণে ফসলের ক্ষতিতে ভর্তুকি, প্রণোদনা এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে🀅 পূরণ করা হয়েছে। এ ছাড়া জনসাধারণের ভোগের প্রবণতা বৃদ্ধি পাওয়𒉰ার পাশাপাশি বিনিয়োগও বেড়েছে।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলে এডিবি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ৬๊.৫ শতাংশের যে প্রাক্কলন 🌟দিয়েছিল, তা এখনো অপরিবর্তিত রয়েছে।
এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প🌃্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন𝐆শীল অর্থনীতির জন্য ৪.৮ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।
বুধবার প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) জুলাই ২০২৩ অনুযায়ী, জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ায় মুদ্রস্ফীতি কমতে থাকဣবে বলে আশা করা হয়।
এপ্রিলের ৪.২ শতাংশের তুলনায় এ বছরের পূর্𒀰বাভাসে উন্নয়নশীল এশিয়ায় মুদ্রাস্ফীতি ৩.৬ শতাংশ অনুমান করা হয়েছে।
এদিকে ২০২৩-২৪ সালের জন্য মুদ্রাস্ফীতির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩.৪ শ꧑তাংশ করা হয়েছে।
গত এপ্রিলে এডিবি ২০২ꦬ৩-২৪ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ৬.৫ শতাংশের যে প্রাক্কলন দিয়েছিল তা এখনো অপরিবির্তিত আছে।