হস্তশিল্প রপ্তানিতে যাতে ভূমিকা রাখতে পারে, সেজন্য উদ্যোগ নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী হস্তশিল্পকে বর্ষ💛পণ্য ঘোষণা করেছেন। সারা দেশের উপযুক্ত হস্তশিল্প পণ্য তুলে আনতে প্রকল্প নিয়েছে সরকার।”
মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ সামরিক জাদুঘরে মাল্টিপারপাস হলে বিজনেস প্রমোশন কাউন্সিল ও 𒆙বাংলাক্রাফট আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহসানুল ইসলাম টিটু বলেন, “উদ্যোক্তা- কারিগরের মধ্যে সমন্বয় ঘটাতে হবে। রপ্তানি বাড়াতে এবং বাজার সুবিধায় বিশ্বের ২৬টি দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্💫ক উন্নয়নে কাজ করছি।”
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় লজিস্টিক পলিসি-২০২৪ 💃সাপ্লাই চেইনকে আরও উন্নত করতে সহায়তা করছে। হস্তশিল্প ও কারিগর যেন হারিয়ে না যায়, এ জন্য কারিগরদের শিল্পী করে তুলতে আগ্রহী সরকার।”
বাংলাক্রাফটের সভাপতি এস ইউ হায়দার স্বাগত বক্তব্য রাখেন। এতে সংসদ সদস্য নাদিয়া বিনতে আমিন, বাণিজ্যসচিব সেলিম উদ্দিন, 🌄রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রাণী কর্মকার, বিপিসির প্রধান নির্বাহী নাহিদ আফরোজ প্রমুখ বক্তব্য রাখেন।