রাজধানীর বনানীতে সড়ﷺক ছেড়ে দিয়েছেন পোশাকশ্রমিকরা। মালিকপক্ষের সঙ্গে ✨সমঝোতার জন্য তারা অপেক্ষা করছেন।
এর আগে, শনিবার (৪ মে) সকাল সাড়ে ৮টা থেকে বিনা নোটিশে সৈনিক ক্লাবের সামনে গার্মেন্টস বন্ধের 🔯প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে সকাল ১১টার পর পুলি🌊শের মধ্যস্থতায় সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। তারা মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য অপেক্ষা করছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, বিনা নোটিশে ন্যাপারেল গার্মেন্টস লিমিটেড বন্ধ করে দেওয়া হয়। ত🅷া🍬দের বেতন বকেয়া রয়েছে। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এদিকে সড়ক অবরোধ ছেড়ে দিলেও এর প্রভাব পড়েছে মহাখালীꦆ থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে। এই সড়🥀কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
পুলিশ বলছে, গাড়ির চাপ ধীরে ধীরে ♈স্বাভাবিক হলে সড়কে যানজট থাকবে না।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, ন্যাপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এখন সড়ক স্বাভাবি🍸ক রয়েছে। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
তিনি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযো�🅘�গ করেছি। তারা শ্রমিকদের সঙ্গে সমঝোতার জন্য আসবে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বনানী সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুꦬষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছেন তাদের ভোগান্তি আরও বেশি।