রাজধানীর গুলশানে সেবা হাউজ নামের একটি ভবনে অবস্থিত দুই রেস্তোরাঁ ও একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমান𓂃া করেছে ভ্রাম্যমাণ আদালত। অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা, সিঁড়ির নিচে পথ বন্ধ করে ব্যবসা পরিচালনা করাসহ আরও অন্যান্য বিষয়ে তাদের জরিমানা করা হয়।
জরিমানা করা প্রতিষ𓆉্ঠানগুলো হলো কাচ্চি ভাই রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরಌেন্ট ও অন্য একটি প্রতিষ্ঠান।
বুধবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে রাজধানীর গুলশান-২-এর বেশ কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৩-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। তার🍬া দুটি টিম করে বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন। পাশাপ൲াশি তাদের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মীসহ স্থানীয় থানার পুলিশও উপস্থিত ছিলেন।
এদিন ছয়তলা ও সাততলার দুটি বহুতল ভবন ঝুঁকিপূর্💯ণ ঘোষণা করে ভবনের সামনে ব্যানার টানানো হয়।
অভিযানের সার্বিক বিষয় জানতে চাইলে ডিএনসিসির অঞ্চল-৩-𒆙এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন সংবাদ প্রকাশকে বলেন, “সেবা হাউজ নামের বহুতল ভবনটিতে পথ রোধ করে দোকান করা হয়েছে। সে দোকানে তারা মালপত্র রেখেছে। ফলে সিঁড়িতে প্রতিবন্ধকতা তৈরি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানার টাকা আদায় করাসহ দোকানে কাগজপত্র আমরা জব্দ করেছি।”
জুলকার নায়ন আরও বলেন, “উত্তর সিটি করপোরেশনের মেয়রের নির্দেশে আমরা অভিযান ✤পরিচালনা করছি। আমরা রুটিন অনুযায়ীই কাজ করছি। শুধু একটি ভবন নয়, উত্তর সিটি করপোরেশনের আওতায় যেগুলো ভবন বা রেস্টুরেন্ট রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি।”