অর্থমন্ত্রী ཧআবুল হাসান মাহমুদ আলী বলেছেন, “আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের তৃতীয় কিস্তির অর্থ জুনেই পাওয়🐷া যাবে।”
রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে আইএমএফের নির্বাহী পরিচালক ড. কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বল💯েন।
সাংবাদিকদের এক প্রশ🌠্নের জবাবে আবুল হাসান মাহমুদ আলী বলেন, “আমরা চেষ্টা করছি যাতে ডলারের প্রবাহটা বাড়ানো যায়। এখানে অনেক নেগোসিয়েশন আছে। আমরা যেটা আশা করছি, এই সমস্যাটি আমরা সমাধান করতে পা🌼রব। আমরা কাজ করছি।”
অর্থমন্ত্রী বলেন, “আইএমএফের নির্বাহী পরিচালক বলেছেন, আপনারা সঠিক পথে আছেন। আপনারা যে কাজ করছেন সমস্যা সমাধানে সেটাত♈ে আমাদের সমর্থন আছে।”