সুয়ারেজ লাইনে জমে থাকা গ্যাস থেকে ꦯরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনতলা 𒆙ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
রোববার (৫ মার্চ) বেলা ১১টার কিছু আগে তিনতলা ওই ভবনে ব🙈িস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিনজন নিহ🐼ত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ বলেন, “সুয়ারেজ লাইনে 🤪জমে থাকা গ্যাস থেকে 🉐ভবনে বিস্ফোরণ হয়েছে।”
এর আগে ফায়ার সার্ভিস বলেছে, তাদের প্রাথমিক ধারণা, শীতাতপন🍬িয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে।
ঘটনাস্থলে দেখা গেছে, ভবনটির তিনতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবন থেকে ইট ও জানালার কাচ উড়ে গিয়ে রাস্তা ও আশপাশের এ✅😼লাকায় পড়েছে। তিনতলা ওই ভবনে বেশির ভাগই কাপড়ের দোকান ছিল।
আশপাশে বেশ কয়েকটি আ🍬বাসিক ভবন রয়েছে। সেখান থেকে মানুষ ꦐআতঙ্কে নিচে নেমে এসেছেন।
ভবনের তৃতীয় তলায় নিউ জেনারেশন, লায়রা প্রোডাক্ট, ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানꦬের কার্যালয় রয়েছে। নিহত তিনজনই লায়রা প্রোডাক্টের কর্মী বলে পুলিশ জানিဣয়েছে।