ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে দায়ের করা ফৌজদারি🐈 মামলার বিচার কার্যক্রম নিম্ন আদালতে চালানো যাবে। এতে তাদের বিরুদ্ধে মামলা চালাতে আর বাধা থাকল না।
মঙ্গলবার (২০ জুন) বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মামলাগুলোর বিচার কার্যক্রম স্থগিত চেয💟়ে রাসেল ও শাম🌱ীমার করা আবেদন খারিজ করে দেন।
🧸শুনানিতে ইভ্যালির পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম এবং বিতর্কিত ই-কমার্স প্ল্যাটফর্মটির গ্রাহকদের পক্ষে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসাইন।
ফরহাদ হোসেন নামে এক গ্রাহকের আইনজীবীꦐ ব্যারিস্টার সৈয়দ মাহশিব হোসেন গণমাধ্যমকে বলেন, “রাসেলের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচারকার্য চালিয়ে যেতে সংশ্লিষ্ট নিম্ন আদালতের জন্য কোনো আইনি বাধা নেই এবং শামীমার ক্ষেত্রেও হাইকোর্টের এই আদেশ অনুসরণ করতে হবে।”
তি♛নি আরও বলেন, “জাল চেক প্রদান ও গ্রাহকদের প্রতিশ্রুতি দেওয়ার অভিয💖োগে তাদের বিরুদ্ধে সারা দেশে কয়েকশ মামলা করা হয়েছে।”
ইভ্যালির চেয়ারম্য🐻ান শামীমা নাস🍬রিন এখন জামিনে আছেন এবং রাসেল কারাগারে।