বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের জামাতে লাইটার, দিয়াশলাই বা অন্য যে কোনো দাহꦡ্য পদার্থ⛄ বহন করা যাবে না বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বুধবার (১৯ এপ্রিল) ঈদের ⭕জামাতে মুসল্লিদের এসব জিনিস না আনার অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নামাজে অংশগ্রহণকারী মুসল্লিকে মসজিদ ও মসজিদের আশপাশে কোন🧸ো ধরনের লাইটার, দিয়াশলাই বা যে কোনো ধর✅নের দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত
ইসলামিক ফাউন্ডেশনের সংবౠাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব💞ুল্লাহিল বাকী নদভী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।
সকাল ৯টায় তৃতীয় জামাতের ইমাম হবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু ছালেহ পাটোয়ারী। বাতুল মোকাররমের সাবেক মুয়াজ্জꦬিনꩵ হাফেজ মো. আতাউর রহমান এ জামাতের মুকাব্বির থাকবেন।
চতুর্থ জামাত হবে সকাল ১০টায়। এতে ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান🥀 খাদেম মো. শহিদ উল্লাহ।
পঞ্চম ও সর্বশেষ জামাত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমাম থাকবেন বায়তুল মোকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম। মুকাব্বির হবেন খাদেম হাফেজ মো. জহিরু🐲ল ইসলাম।
পাঁচটি জামাতের কোনোটিতে কোনো ইমাম অনুপস্থিত♉ থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দꦜুল্লাহ।
এছাড়া সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল ꦗসাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিতে জানিয়েছে♌,🐼 আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ থেকে পরিবর্তিত হয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টার জামাতের সঙ্গে একীভূত হবে এবং ওই জামাতে রাষ্ট্রপতি নামাজ আদায় করবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনি বা রোববার (২২ বা ২৩ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে⛄ বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর🔯 উদযাপিত হবে।