সারা দেশে সরকারের তিন দিনের সাধারণ ছুটির পর খুলেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণেꦓ মোবাইল ফিন্যান্স কোম্পানি এবং এটিএম বুথেও কাঙ্ক্ষিত সেবা মেলেনি। এ কারণে ব্যাংকไ খোলার প্রথম দিনেই শাখায় শাখায় গ্রাহকদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
বুধবার💞 (২৪ জুলাই) রাজধানীর মতিঝিল,൩ দিলকুশা, পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। দু-একজন টাকা জমা দিতে এলেও বাকি সব গ্রাহকই এসেছেন টাকা উত্তোলন করতে।
এছাড়া, কিছু কিছু এটিএম বুথের সামনেও গ্রাহকদের লাইন দেখাꦇ গেছ𝐆ে।
বেলা ১২টার দিকে টাকা উত্ত🎀োলনের জন্য সোনালী ব্যাংকে আসা কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, কয়েক দিন ব্যাংক বন্ধ থাকায় তারা টাকা তুলতে পারেননি। এতে তাদের বেশ সমস্যা পোহাতে হয়েছে। তাই আজ ব্যাংক খোলার কথা শুনেই তারা চলে এসেছেন।
এ বিষয়ে সোনালী ব্যাংকের লোকাল অফিসের ম্যানেজার শফিকুল ইসলাম বলেন, তিন কার্যদিবস ব💝্যাংক বন্ধ ছඣিল। এ সময়ে হয়ত অনেক গ্রাহকই তাদের নগদ টাকা কেনাকাটায় শেষ করেছেন। এ কারণে আজকের বেশিরভাগ গ্রাহকই টাকা উত্তোলন করছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানান, বুধবার ও বৃহস্💃পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
একই দিনে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বেলা ১১♉টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকবে সব অফি♎স।