যুক্তরাষ্ট্🌊রের নিউইয়র্কে পুলিশের গুলিতে উইন রোজারিও (১৯) নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুর দেড়টার দিকে নি💦উইয়র্কের ওজোন পার্কের ১০১ অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে ꦜবলা হয়, বুধবার দুপুর দেড়টার দিকে ৯১১ নম্বরে ফোন করেন রোজারিও। ফোন পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, বাড়িতে পৌঁছে উইন রোজারিওকে কাঁচি হাতে দেখতে পান তারা। এ সময় কাঁচি নিয়ে তেড়ে এলে পুলিশ গুলি চালায়। পুলিশকে রোজারিও জানান, তিন🦋ি মানসিক ভারসাম্যহীন। নিজের মৃত্যুর মাধ্যমে মানসিক রোগের ইতি টানতে চান।
উইন রোজারিওর বাবা ফ্রান্সিস রোজারিও জানান, তার ছ🌊েলে নিজেই যেহেতু বলেছে, সে মানসিক ভারসাম্𒁃যহীন। তাহলে তাকে কেন গুলি করে মারতে হলো? এ সময় পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ করেন তিনি।
উইন রোজারিওর ভাই উশতো রোজারিও জꦛানান, তার ভাই দুই বছর আগে ওজোন পার্কের জন অ্যাডামস হাই স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং সম্প্রতি বিষণ্ণতার মধ্যে ছিলেন।