রাজধানী ঢাকা এখন বর্ষাকালের জলাবদ্ধতার মহানগরীতে পরিণত হয়েছে। একটু বৃষ্টিতেই পানি জমে যায় বিভিন্ন এলাকায়। যা মানুষের দুর্ভোগের ক𓆉ারণ হয়ে দাঁড়ায়। তবে শুক্রবার (১২ জুলাই) সকালে টানা ৩-৪ ঘণ্টার ভারী বৃষ্টিপাত ঢাকা মহানগরীকে থৈ থৈ পানিতে ভাসিয়ে দিয়েছে। যেসব এলাকায় কখনও বৃষ্টির পানি জমেনি, শুক্রবারের বৃষ্টিতে সেসব এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।
আরও দুর্ভোগের বিষয় হচ্ছে, ভারী বৃষ্টিপাতের পর থ💞েকে ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও শনিবার (১৩ জুলাই) রাজধানীর অনেক এলাকা থেকে এখনও পানি নেমে যায়নি। সেসব এলাকায় বাসিন্দারা অনেকটা পানিবন্দি জীবন যাপন করছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, শনিবার দুপুরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু এলাকা, বুয়েট ক্যাম্পাস, মিরপুরের কাজীপাড়া, মোহাম্মদপুরের কিছু এলাকা, যাত্রাবাড়ীর কিছু এলাকা, বকশীবাজারসহ🎐 আরও কিছু এলাকায় পানি জমে রয়েছে। এসব এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানি নেমে না যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পড়তে হয়েছে। জলাবদ্ধতাকে তাদের বন্যার পানির মতোই মনে হচ্ছে। স্বাভাবিক কাজ তারা করতে পারছেন না। খবর টিবিএসের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের এক শিক্ষার্থী জানান, হলের রাস্তা ও আশপাশ থেকে পানি নামেনি দুপুর পর্যন্ত। বিস্ময় প্রকাশ করে ওসমান বলেন, “কয়েক ঘণ্টার বৃষ্টিতে যদি এমন অবস্থা হয়, সারাদিন বৃষ্টি হলে তো পানি ♚তিনদিনেও নামবে না!”
যাত্রাবাড়ির এক বাসিন্দা বলেন, “শুক্রবার বৃষ্টির পরে বাসার ফ্লোরে পানি উঠে গিয়ে🐎ছিল। 🌼এখনও রাস্তায় পানি জমে আছে। রিকশাচালকরা আসছেন না। এলেও দ্বিগুণ, তিনগুণ ভাড়া চাচ্ছে।”
জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বলেন, “ঢাকার নতুন এলাকা দক্ষিণখান, উত্তরখান, মিরপুর ও মোহা൲ম্মদপুরের কিছু শাখা রাস্তায় পানি রয়েছে। যে পানি সরাতে কাজ করছেন কর্মীরা।”