দেশের খ্যাতনামা নারী পর্বতারোহী শায়লা বিথীর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ🌟 ঘটনায় অভিযোগ জানাতে শেরে বাংলা ♓নগর থানায় গেছেন তিনি।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় তার ওপর 🌟হামলা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্বতারোহী শ♍ায়লা বিথী শনিবার ধানমন্🅠ডি ২৭ ওভারব্রিজ পার হচ্ছিলেন। পেছন থেকে হামলাকারীরা এসে চুলের মুঠি ধরে বেধড়ক তাকে পেটানো শুরু করে। এতে তার ঠোঁট ফুলে গেছে। শরীরেও আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনার বিস্তারিত তুলে ধরে একটি পোস্ট দেন পর্বতারোহী শায়লা বিথীর স্বামী কালের কণ্ঠ পত্রিকার সিনিয়র ওরিপোর্টার তাইমুর ফারুক তুষার।
এ বিষয়ে শেরেবাংলা🥀 নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন, “শায়෴লা বিথী ও তার দুই সহকর্মী থানায় এসেছেন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্যোগ নিয়েছি।”