অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্🌳টা পরিষদে ♍যোগ দিচ্ছেন আরও তিনজন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করাবেন।
সরকারি যানবাহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। এ ধরনের ক্ষেত্রে সব সম🔯য় অতিরিক্ত গাড়ি প্রস্🌠তুত রাখতে বলা হয়।
ছাত্র-জনতার আন্দো🌃লনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এ সরকারের সদস্যসংখ্যা এখন পর্যন্ত ২১ জন।
সংশোধনী: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া যায়। তার মধ্যে চারজনের নাম জানা যায়। যার মধ্যে বঙ্গবন্ꩲধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. সায়েদুর রহমানও পাওয়া যায়। তবে শেষ অবধি নতুন উপদেষ্টা হিসেবে তিনজনের নাম সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।