পুলিশের চাকরি থেকে স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মনিরুজ্জামান। অবসরের আবেদনে তিনি লিখেছেন, “বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবেꦓ আমি পুলিশ বাহিনীতে চাকরি করতে♍ ইচ্ছুক নই।”
রোববার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে তিনি চাকরি থেকে অবসরের আবেদন করেন। ট্যুরিস্ট পুলিশ হেড কোয়ার্টার্সের রিসিভ অ্যান্ড ডেসপাচ শাখা আ🔯বেদনপত্রটি গ্রহণ করেছে।
মো. মনিরুজ্জামান ট্যুরিস্ট পুলিশের খুলনা-বরিশাল বিভা🔜গ✤ে কর্মরত।
অতিরিক্ত ডিআইজি লিখেছেন, “৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এর আগের কয়েক দিন ও বিগত ১০ বছরে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের অবৈধ আদেশ 𒆙পালন করতে হয়েছে। এই আদেশ পালন করতে গিয়ে অবৈধ সরকারকে রক্ষার নামে নিজেদের ক্ষমতা ও অবৈধ অর্থ উপার্জনের পথকে দীর্ঘায়িত করার মানসে পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের হিংস্র ও বর্বর আদেশে শিশু-কিশোরসহ বহু মানুষকে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা হত্যা করেছেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ বাহিনী বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে।”
স্বেচ্ছায় অবসরের আবেদনে পুলিশ কর্মকর্তা লিখেছেন, “আমি বুঝতে পারছি যে বাংলাদেশ পুলিশ♕ বাহিনীতে আর চাকরি করা আমার জন্য সমীচীন🅰 নয়। এ কারণে ১১ আগস্ট আমি পুলিশে আমার পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলাম।”
আবেদনের শেষে মো. মনিরুজ্জামান লিখেছেন, “বাংলার মানুষের ঘৃণার পাত্র হিসেবে আমি পুলিশ🌟 বাহিনীতে চাকরি করতে ইচ্ছুক নই। আমি চাকরি হতে স্বেচ্ছဣায় অবসর গ্রহণ করলাম। অতএব আমার এ পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আপনার সদয় মর্জি কামনা করছি।”