• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত মারা গেছেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৬:১৯ পিএম
ঢাকার প্রথম মেয়র আবুল হাসনাত মারা গেছেন

ঢাকা সিটি করপো𓆉রেশনের প্রথম মেয়র ব্যারিস্টার আবুল হাসনাত 💯মারা গেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টায় লন্ডনে নিজের বাসায় ইন্তেকাল করেছেন।

বিষয়টি 🦩নিশ্চিত করেছেন তার ছেলে রাজীব হাসনাত ও বিএ𒀰নপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

জানা গেছে, বার্ধ্যক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন ব্যারিস্টার হাসনাত। মৃত্যুকালে ত𒊎িনি স্ত্রী নাসরিন বেগম, এক ছেলে রাজীব হাসনাত ও মেয়ে ফারাহ হ💮াসনাতকে রেখে গেছেন।

ব্যারিস্টার হাসনাত ২০১৯ সালে যুক্তরাজ্যে যান। করোনা সংক্রামণের কারণে আর𓄧 তিনি দেশে ফিরতে পারেননি।

তার ছেলে রাজജীব জানান, লন্ডনে বার্ধক্যজনিত জটিলতার চিকিৎসা নিচ্ছিলেন তার বাবা।

পুরান ঢাকার হাজী গণি সর্দারের তৃতীয় ছেলে ব্যারিস্টার হাসনাত। গনি সর্দার আজিমপুর ইউনিয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ থেকে ১৯৮২ সাল পর্যন্ত ঢাকা෴ 🦂সিটি করপোরেশনের মেয়র ছিলেন ব্যারিস্টার হাসনাত। ১৯৯০ সালে তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন।

১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করলে তার প্রথম কমিটির সদস্য ছিলেন ব্যারিস্টার হাসনাত। রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার এবং এইচ এরশা♑দের মন্ত্রিসভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন এবং উপনির্বাচনে ঢাক🅺া-৯ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।

এরশাদের পতনের পরপরই জাতীয় পার্টি ছেড়ে আবার বিএনপিতে যোগ দেন ব্যারিস্টার হাসনাত এবং স্থඣায়ী কমিটির সদস্য হন। অবশ্য পরবর্তীতে তিনি আইন পেশায় সক্রিয় হন।

Link copied!