দুর্নীতি দমন কমিশনের (দুদক♐) করা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে সম্রাটের মুক্তিতে আর কোনো বাধা নেই। তাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে থাকা সম্রাট যেকোনো সময় মুক্তি পেতে পারেন বলে জানা গেছে।
বুধবার🙈 (১১ মে) বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, “আমরা সম্রাটের বিষয়ে আদালতের আদেশ বা জামিননামা হাতে পেয়েছি। যার যাচাই-বাছ♚াই চলছে। তবে সম্রাটের বিরুদ্ধে আপাতত কোনো মামলা না থাকায় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হচ্ছে।”
এদিকে সম্রাটের মু🌠ক্তি পাওয়ার খবর পেয়ে বিএসএমইউ হাসপাতালে ভিড় করছেন তার স্বজন ও নেতাকর্মীরা। কয়েকজনকে ফুলের মꦯালা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এর আগে, বুধবার সকালে ঢাকার বিশেষ আদালতের 🦋বিচারক সম্রাটকে তিন শর্তে জামিন দেন। এরপর থেকেই বহিষ্কৃত এই যুবলীগ নেতার মুক্তি🍌র প্রক্রিয়া শুরু হয়।
জানা গেছে♔, অর্থপাচার মামলায় ১০ হাজার টাকায় মুচলেকায় সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত। এ ছাড়াও তার বিরুদ্ধে আর❀ও একটি মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। আর বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে ইতোমধ্যে র্যাবের ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের সাজা তিনি কারাগারে ভোগ করেন।
২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্🧸রামে আত্মগোপনে থাকা সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করে র্যাব।