• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে ডায়নাকে খুন করেন লাদেন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০৪:৫০ পিএম
শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে ডায়নাকে খুন করেন লাদেন

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্ত🃏রাষ্ট্রের নাগরিক তৃতীয় লিঙ্গের মাকসুদুর রহমান ডায়না (৪৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ।

জ♎বানবন্দির বরাত দিয়ে পু💛লিশ জানিয়েছে, শারীরিক সম্পর্কে অতিষ্ঠ হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন শোয়েব আক্তার লাদেন নামের এক যুবক। ডায়নার বাসায় গৃহকর্মীর কাজ করতে লাদেন।

বুধবার (৩১ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে ওয়ারী বিভাগের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার সংবাদ সম🦹্মেলনে এসব তথ্য জানান।

জিয়াউল আহসান বলেন, “গত ১৬ আগস্ট মাকসুদুর রহমান খুন হন। হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন পর ২৭ আগস্ট যাত্🌱রাবাড়ীর গোলাপবাগের একতলা বাড়ির ভেতরে কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।”

মাকসুদুর সমকামী ছিলেন জানিয়ে তিনি বলেন, “শোয়েব ক𝔉য়েক বছর ধরে মাকসুদুরের বাসায় কাজ করত। যখনই প্রয়োজন হতো, তখনই শোয়েবকে ডাকতেন মাকসুদুর। এভাবেই তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে ওঠে। মাকসুদুর ওই বাসায় একাই বসবাস করতেন। তার পরিবারের অন্য সদস্যরা দেশের বাইরে থাকেন।”

আরও পড়ুন… তৃতীয় লিঙ্গের একজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জিয়াউল আহসান বলেন, “হত্যাকাণౠ্ডের কিছুদিন আগে শোয়েব বিয়ে করে। বিয়ের পরও শোয়েবকে বাসায় ডেকে সমকামিতায় বাধ্য করতেন মাকসুদুর। বিয়ের বিষয়েও আপত্তি জানিয়েছিলেন। টাকাপয়সা দিয়ে শোয়েবকে ম্যানেজ করতেন। ১৬ আগস্ট বাসার টেবিলে থাকা হাতুড়ি দিয়ে মাকসুদুরের মাথায় আঘাত করে পালিয়ে যায় শোয়েব। পরে সেখানেই মাকসুদুরের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ‘ওই বাসায় প্রতিবেশী কারও যাতায়াত ছিল ন𓆉া। ফলে বিষয়টি কেউ টের পায়নি। ঘটনার ১০ দিন পর লাশ উদ্ধার করা হয়।’

এর🃏 আগে, সোমবার (২৯ আগস্ট) শেরপুরের নালিতাবাড়ী থেকে শোয়েবকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৩০ আগস্ট) সে আদালতে ১৬৪ ༒ধারায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে।

Link copied!