রিকশাতে ডিজিট⛎াল নম্বর প্লেট দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ছয় মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।
বুধবার (২৯ জুন) সকালে রাজধানীর বনানীতে ডিজিটাল কোরবানির হাটের উদ্বোধন করার পর তিনি এসব ক💎থা জানান।
ডিএসসিসি মেয়র বলেন, “আমাদের রিকশার লাইসেন্স আছে ২৮ হাজার আর চলে ১𒀰০ লাখ। অর্থাৎ রিকশার লাইসেন্স সবাই নকল করে চলছে। এ জন্য আমরা আগামী ছয় মাসের📖 মধ্যে কিউআর কোডসহ ডিজিটাল নম্বর প্লেট করতে যাচ্ছি। কিউআর কোড থাকায় সব তথ্য থাকবে।”
তিনি আরও বলেন, “প্রথম অবস্থায় ঢাকা শহরে দুই লাখ রিক🍃শায় ডিজিটাল নম্বর প্লেট করতে যাচ্ছি। এই প্লেট আসবে বাইরে থেকে, তাই নকল করার কারও সামর্থ্য নেই। এ ছাড়াও আগামী মাসে উত্তর🐲 সিটি এলাকায় ডিজিটাল কার পার্কিং শুরু হবে।”
ডিএনসিসির ছয়টি পশুর হাটে এবার ডিজিটাল লেনদেনের ব্যবস্থা থাকবে বলে﷽ জানিয়েছেন আতিকুল ইসলাম।