মেরামত কাজের জন্য বৃহত্তর মিরপুর ও এর আশপাশের এলাকা⭕য় শনিবার ꦓ(২১ মে) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিতরণ কোম্পানি তিতাস।
শ♐ুক্রবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানি🐟টি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা মিরপুর-১, ❀মিরপুর-২, মিরপুর-৬, মিরপুর-৭, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, ইস্টার্ন হাউজিং, রূপনগর, আরামবাগ, আলুবদি, মিরপুর ডিওএইচএস এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস লাইনের জরুরি মেরামত কাজের জন্য এই পরিস্থিতি হবে।
গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’𒈔 জন্য বিজ্ঞপ্তিতে আন𒊎্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।