• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


দেশে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের দ্বার খুলল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ১২:৩৫ পিএম
দেশে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের দ্বার খুলল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাꦑসপাতাল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো কোনো সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি হলো। কম খরচে বিশেষ⛦ায়িত চিকিৎসা প্রদানের লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্🌄বর) সকালে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি ﷽যুক্ত হয়ে হাসপাতালটি উদ্বোধন করেন।

জানা গেছে, সুপার স্পেশালাইজড🔯 এই হাসপাতালটিতে ৫-৮ হাজার রোগী আউটডোর পরিষেবা পাবেন। এতে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আধুনিক অপারেশন থিয়েটারসহ যেকোনো সরকারি বা বেসরকারি হাসপাতাল বা চিকিৎসক দ্বারা রেফার করা সমস্ত গুরুতর রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।

বিশেষায়িত পরিষেবাগুলোর মধ্যে রয়েছে অস্থি মজ্জা প্রতিস🐻্থাপন, জিন থেরাপি এবং র💦োবোটিক সার্জারি।

এ ছাড়াও হাসপাতাল𒅌ে ৭৫০ শয্যা, ১৪টি অতি-আধুনিক অপারেশন থিয়েটার, একটি ১০০ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট, একটি ১০০ শয্যার꧋ জরুরি ইউনিট, ছয়টি ভিভিআইপি এবং ২২টি ভিআইপি কেবিন এবং ২৫টি ডিলাক্স কেবিন থাকবে।

বিশেষ🌌 চিকিৎসার জন্য ছয়টি মনোনীত কেন্দ্রও রয়েছে, যেখানে প্রতিটি ওয়ার্ডে আটটি শয্যা রয়েছেܫ।

ছয়টি মনোনীত কেন্দ্রꦬের মধ্যে রয়েছে বিশেষায়িত অটিজম, মাতৃকালীন যত্ন এবং শিশু যত্ন, জরুরি চিকিৎসা সেবা, হেপাটোবিলিয়ারি এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি, কার্ডিওলজি এবং সেরিব্রোভাসকুলার ডিজিজ এবং 🧸প্রাথমিক পর্যায়ে নেফ্রোলজি।

মাধ্যমিক পর্যায়ের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে শ্বাসযন্ত্রের ওষুধ, স💞াধারণ অস্ত্রোপচার, চক্ষুবিদ্যা, দন্তচিকিৎসা, চর্মরোগবিদ্যা, এবং শারীরিক ওষুধ এবং পুনর্বাসন।

হাসপাতালে ৩০০ জন চিকিৎসকসহ প🃏্রায় ১ হাজার ৫০০ স্ব♑াস্থ্যসেবা কর্মী রোগীদের পরিষেবা দেবেন।

এ লক্ষ্যে ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ায় কমপক্ষে ১২০ জন চিকিৎসক, নার💫্স ও অন্যান্য কর্ম💫কর্তা প্রশিক্ষণ নিয়েছেন।

হাসপাতালের প্রতিটি কর্মকাণ্ড একটি স্বয়ংক্রিღয় সিস্টেমের মাধ্যমে করা হবে এবং রোগীর তথ্য ১০০ বছরের জন্য রেকর্ড করা হবে।

Link copied!