ডলারের বিপরীতে আরও ৫০ পয়সা দাম হারিয়েছে বাংলাদেশি মুদ্রা। মঙ্গলবার (২৮ জুন) আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক ডলা💙রের জন্য ৯৩ টাকা ৪৫ পয়সা খরচ করতে হয়েছে। যা দেশ꧅ে ডলারের দামের সর্বোচ্চ রেকর্ড।
সোমবার (২৭ জুন) ডলারের দাম ছিল ৯২ টাকা ৯৫ পয়সা।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, “মঙ্গলবার ব্যাংকগুল﷽োর চাহিদা অনুযায়ী, কেন্দ্রীয়𓆉 ব্যাংক থেকে ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করা হয়েছে। এদিন দাম নির্ধারিত হয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা।”
বাংলাদেশ🔜 ব্যাংকের তথ্যানুযায়ী- গত এক মাসের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ৫ শতাংশ। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ২০ শতাংশ। গত বছরের ৩০ জুন প্রতি ডলারের জন্য ৮৪ টাকা খরচ করতে হয়েছে। এক মাস আগꦕে ৩০ মে লেগেছিল ৮৯ টাকা।
এদিকে মে মাসে ডলারের দাম বেড়ে খোলাবাজারে ১০২ টাকা অতিক্রম করꦛে রেকর্ড গড়েছিল। পরে কিছুটা কমে বর্তমানে খোলবাজারে ৯৯ টাকায় ডলার বেচাকেনা হচ্ছে।