১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৩৩ টাকা থেকে বেড়ে ১ হাজার ২৫৯ টাকা হয়েছে। রোববার (১০ অক্টোবর) থেকে এই দাম কার🦋্যকর হবে।
আজ রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানি কক্ষে এক🍌 🎃সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।
বেসরকারি পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) মুসকসহ প্রতি কেজি ৮৬ টাকা ৭ পয়সা ছ⛦িল। অক্টোবর মাসে দাম বৃদ্ধি করে ১০৪ দশমিক ৯২ টাকা করেছে বিইআরসি। ফলে ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৬ টাকা
গত আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৯৩ ট🉐াকা। এক মাসের ব্যবধানে সরকারি হিসাবেই দাম বেড়েছে ৪০ টাকা। এদিকে পরিবহন💫ে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে। অক্টোবরে এলপি গ্যাসের দাম প্রতি লিটার ৫০ দশমিক ৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ দশমিক ৬৮ নির্ধারণ করা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ৮ টাকা ১২ পয়সা।
সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মকবুল ই ইলাহিไ বলেন, “দামের কারণে এই গ্যাস জনপ্রিয় করতে পারেনি। আমরা এখনকার চেয়ে কিছুটা কম দামে আনতে পারি সামান্য উদ্যোগ নিলে।”
দ🌸ামের ক্ষেত্রে মুসক একটা বড় বিষয় উল্লেখ করে মকবুল ই ইলাহি আরও বলেন, ♓“দাম বাস্তবায়ন করতে গেলে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। সচেতনতা একটি বড় বিষয়।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে, এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ থেকে বাড়িয়ে ৫৭৭ টাকা, সাড়ে ১২ কেজি ১ হাজার ৭৬ থেকে বাড়িয়ে ১ হাজার ৩১২ টাকা, ১৫ কেজি ১ হাজার ২৯১ থেকে বাড়িয়ে ১ ♕হাজার ৫৭৪ টাকা, ১৬ কেজি ১ হাজার ৩৭৭ থেকে বাড়িয়ে ১ হাজার ৬৭৯ টাকা, ১৮ কেজি ১ হাজার ৫৪৯ থেকে বাড়িয়ে ১ হাজার ৮৮৮ টাকা, ২০ কেজি ১ হাজার ৭২২ থেকে বাড়িয়ে ২ হাজার ৯৯ টাকা, ২২ কেজি ১ হাজার ৮৯৩ থেকে বাড়িয়ে ২ হাজার ৩০৯ টাকা, ২৫ কেজি ২ হাজার ১৫১ থেকে বাড়িয়ে ২ হাজার ৬২২ টাকা, ৩০ কেজি ২ হাজার ৫৮৩ থেকে বাড়িয়ে ৩ হাজার ১৪৭ টাকা, ৩৩ কেজি দুই হাজার ৮৪১ থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৬২ টাকা, ৩৫ কেজি ৩ হাজার ১৩ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৬৭৩ এবং ৪৫ কেজি তিন হাজার ৮৭৩ টাকা থেকে বাড়িয়ে ৪ হ𒊎াজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জ💦লিল𝔉, সচিব রুবিনা ফেরদৌসী, আবু ফারুক প্রমুখ।