• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নারীর সৌন্দর্যের শৌখিনতায় টিপ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২, ০৩:০১ পিএম
নারীর সৌন্দর্যের শৌখিনতায় টিপ

নারীর সাজের একটি অংশ টিপ। আকারে ছোট-বড় যা-ই হোক, এটি সাজের পূর্ণতা দেয়। পোশাক, গয়না আর মেকআপের পর কপালে ছোট্ট টিপে সৌন্দর্য যেন বেড়ে যায় কয়েক গুণ💧। অনেকে শখ করে সব সময়ই টিপ পরে। জমকালো কোনো মেকআপ নয়, বরং সাদাসিদে চেহারায় একখানা গোল টিপ পরলেই যেন নারীর অলংকার হিসেবে ফুটে ওঠে। তাই তো কাজলের কালো টিপ হোক বা রংবেরঙের টিপের বাহার হোক নারীর শখ আর শৌখিনতার বহিপ্রকাশ ঘটে এতে।

সব বয়সী নারীরাই টিপ পরতে পছন্দ করেন। শাড়ির সঙ্গে চুড়ি আর কপালে টিপ সাজের অন্য মাত্রা এনে দেয়। বাহারি টিপের মেলায় নারীর সৌন্দর্যও ফুটে ওঠে একেক রূপে। ছোট টিপে নারীকে একরকম সুন্দর দেখায়। আবার বড় টিপে নারীর রূ🦄প হয় আরেক রকম। তবে൩ যে রূপেই হোক টিপের শৌখিনতায় নারীর সাজে মিলে পূর্ণতা।

প্রা🤪চীনকাল থেকেই টিপ পরার প্রচলন রয়েছে। বাহারি টিপের রকমভেদ নিয়ে থাকছে আজকের এই আয়োজন_

কাজল টিপ

চোখের যে কাজল দিয়ে সাজতেন, সেই কাজলেই ছোট্ট টিপ এঁকে নিতেন নারীরা। কাজল কালো টিপে নারীর সৌন্দর্য ফুটে🉐 উঠত। এখনো অনেকে শখ করেই কাজলে টিপ পর♒েন। নিজের পছন্দমতো কপালে টিপ এঁকে নেন।

কুমকুম টিপ

প্রাচীন♕কাল থেকে কুমকুম টিপের প্রচলন। জানা যায়, রাজা-রানিরা কুমক🦩ুম দিয়েই টিপ পরতেন। এই টিপকে ঐতিহাসিক বলা যায়। ঐতিহাসিক এই কুমকুম টিপের প্রচলন কিন্তু আজও রয়েছে। ফ্যাশনেবল লুক নিতে কুমকুম টিপের ব্যবহার দেখা যায়।

স্টোনের টিপ

কালের বিবর্তনে পরিবর্তন এসেছে টিপেও। কুমকুম, কাজল টিপের বাইরে এসে ফ্যাশনে যোগ হয়েছে স্টোন বা পাথরের টিপ। সাদা এবং সোনালি রঙের ছোট্ট স্টোন টিপ কপালে পরলেই ঝিলিক দেখা 🍸🤪যায়। আবার পছন্দমতো কয়েকটি রঙের মিশ্রণেও স্টোন টিপ পাওয়া যায়। পোশাকের সঙ্গে মিলিয়ে ফ্যাশনেবল স্টোন টিপ বেছে নেন নারীরা।

কারুকাজ করা বড় টিপ

কপালে গোলাকার বড় টিপ যেন সব নারীরই পছন্দ। এখন বড় টিপের মাঝে বিভিন্ন কারুকাজ থাকে। ছোট ঝুমকা, ফুল পাতা, অক্ষরযুক্ত, বিভিন্ন স্থানের প্রতিচ্ছ♈বি, এমনকি বাংলাদেশের মানচিত্র দিয়েও সাজানো থাকে বড় টিপগুলো। একরঙা বড় টিপে♉ এমন কারুকাজ যেন আরও শোভা বাড়িয়ে দেয়।

আলপনা করা টিপ

পোশাকের সঙ্গে মিল রেখে একই ডিজাইন ও রঙের মিশ্রণ ফুটে ওঠে আলপনা টিপে। বিশেষ করে নববধূর কপালে শাড়ির সঙ্গে মিল রেখেই আঁকা হয় এই আলপনা টিপ। মুখেরဣ ধরন অনুযায়ী বড় বা ছোট হয় এই আলপনা। নিখুঁত ꧙ডিজাইনে করা এই টিপে ফুটে ওঠে নববধূর সৌন্দর্য।

একাধিক রং মিলিয়ে টিপ

দুই বা তিন রঙের টিপ একসঙ্গে পরতেও পছন্দ করেন অনেকে। বড়-ছোট আকার মিলিয়ে অদ্ভূত সুন্দর কম্বিন﷽েশন করেন। আবার বড় একটি টিপ💞ের মাঝে ছোট্ট স্টোনের টিপ লাগিয়ে নিলেও বেশ ভালো দেখায়। বিশেষ করে শাড়ির সঙ্গে এমন স্টাইলে টিপ পরলে বেশ মানাবে। মুখের ধরন অনুযায়ীই ছোট-বড় টিপ মিলিয়ে পরুন। সাবলীল সৌন্দর্যের প্রতিফলন হবে।

Link copied!