• ঢাকা
  • বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাঠের আসবাবপত্রে ঘুণপোকা ধরলে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৪, ০৫:৩৫ পিএম
কাঠের আসবাবপত্রে ঘুণপোকা ধরলে যা করবেন
ছবি: সংগৃহীত

সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুতেই নতুনত্ব এসেছে। ঘর সা𝄹জাতে এখন পাওয়া যায় আধুনিক আসবাবপত্র। তবে পুরোনো আসবাবপত্রের কদর কিন্তু কমছে না। এখনও পুরোনো কাঠের আসবাবপত্র আভিজাত্যকে বহণ করে। 

শাল, সেগুন বা মেহগনি কাঠের আসবাবপত্র অধি🐈কাংশ ঘরেই থাকে। খাট, আলমারি বা ড্রেসিং টেবিল যা-ই নতুন করে বানানো হয়, তাতেই ব্যবহার হয় এসব কাঠ। কাঠের আসবাবপত্র সঠিকভাবে রক্ষণাবেক্ষণও করতে হয়। সঠিক যত্ন করলে যুগের পর যুগ বাড়ির শোভা বাড়ায় এসব আসবাপত্র। 

কাঠের আসবাবের যত্ন প্রয়োজন। অবহেলায় রাখলে 𓄧কিংবা কাঠের গুণগত মান ভালো না হলে তা অল্পদিনের মধ্যেই নষ্ট হতে পারে। বিশেষ ক🍷রে ঘুণপোকা কাঠের আসবাবের ভেতরে বাসা বাধে। ধীরে ধীরে কাঠকে ক্ষয় করে এবং কাঠের আসবাবটি দ্রুতই নষ্ট হয়ে যায়। তাই কাঠের আসবাবের সঠিক যত্ন করুন।

  • ভেজা কাঠে ঘুণপোকা হয়। কাঠ যদি ভেজা, স্যাঁতসেঁতে থাকে কিংবা এমন জায়গায় রাখা হয় তবে সেখানে ঘুণপোকা ডিম পাড়ে। তাই কাঠের আসবাবপত্র শুকনো করে রাখতে♔ হয়। বিশেষ করে  বর্ষার দিনে আসবাবে পানি পড়লে তা সঙ্গে সঙ্গেই মুছে নিতে হবে। 
  • ঘরের কাঠের আসবাবপত্র ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া যাবে না। সব সময় শুকনো সুতির কাপড় দিয়ে আসবাবপত্রে ধূলা পরিষ্কার করে🔯 ন🌠িন। 
  • কাঠের আসবাবপত্রে কোনও ছিদ্র হয়েছে কি না খেয়াল করুন। ছিদ্র থাকলে অভিজ্ঞ কারিগর দিয়ে ঠিক করে নিন। এছাড়া মোম বা গালা জাতীয় কিছু দিয়ে সেই ছিদ💞্র বন্ধ করুন। নয়তো ওই ছিদ্র দিয়েই ঘুণপোকা আসবাবে ঢুকে যাবে এবং সেখানে ডিম পাড়বে।
  • বছরখানেক পর পর পুরোনো আসবাবপত্রে নতুন করে বার্নিশ বা রঙের প্রলেপ দিন। রঙের উগ্র গন্ধ থাকে। যে কারণে ♉কোনো পোকামাকড় কাঠ নষ্ট করতে পারে না।
  • যে আসবাবে ঘুণ ধরেছে তা আলাদা করে রাখুন। অন্য আসবাব থেকে দূরে রাকুন। নয়তো অন্য আসবাবপত্রেও ঘুণপোকা ছড়িয়ে যাবে। আর যে আসবাবে ঘুণ ধরে গেছে তা কারি🐷গরকে দিয়ে ঠিক করে নিন। যে অংশটুকু ঘুনপোকা ধরেছে সেটুকু কেটে ফেলুন। এরপর আবারও মেরামত করে নিন।
  • আসবাবপত্রকে ঘুণপোকা থেকে বাঁচাতে বোরন পাউডার ব্যবহার করুন। বাজারে বোরণ পাউডার পাও🅠য়া যায়। এটি আসবাবের উপর স্প্রে করে নিন।
  • আসবাবপত্র থেকে পোকামাকড়ের উপদ্রব কমাতে নিমতেল ব্যবহার করুন। সপ্তাহে ৩ দিন নিমতেল বাড়♔ির মেঝে, কাঠের আসবাবে স্প্রে করে নিতে পারেন।
  •  গুণপোকা থেকে আসবাবপত্রকে বাঁচাতে নারকেল তেলের সঙ্ღগে কর্পূর মিশꦆিয়ে ক্ষতিগ্রস্ত জায়গায় প্রলেপ দিন। এতে ঘুণপোকা থেকে কাঠকে বাঁচাতে পারবেন্
  • কাঠকে ভালো রাখতে চায়ের লিকারও উপকারী। চায়ের লিকার ঘন করে বানিয়ে এর সঙ্গে ফোঁটা ভিনেগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘুণ ধরা জౠায়গায় লাগিয়ে নিন। ব্যস, কাঠের আসবাবটি নতুনের মতো চকচকে হবে।
Link copied!