সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুতেই নতুনত্ব এসেছে। ঘর সাজাতে এখন পাওয়া যায় আধুনিক আসবাবপত্র। তবে পুরোনো আসবাবপত্রের কদর কিন্তু 🦂কমছে না। এখনও পুরোনো কাঠের আসবাবপত্র আভিজাত্যকে বহণ করে।
শাল, সেগুন বা মেহগনি কাঠের আসবাবপত্র অধিকাংশ ঘরেই থাকে। খাট, আলমা🐈রি বা ড্রেসিং টেবিল যা-ই নতুন করে বানানো হয়, তাতেই ব্যবহার হয় এসব কাঠ। কাঠের আসবাবপত্র সঠিকভাবে রক্ষণাবেক্ষণও করতে হয়। সঠিক যত্ন করলে যুগের পর যুগ বাড়ির শোভা বাড়ায় এসব আসবাপত্র।
কাঠের আসবাবের যত্ন প্রয়োজন। অবহেলায় রাখলে কিংবা কাঠের গুণগত মান ভালো না হলে তা অল্পদিনের মধ্যেই নষ্ট হতে পারে। বিশেষ করে ঘুণপোকা কাঠের আসবাবের ভেতরে বাসা বাধে। ধীরে ধীরে কাঠকে ক্ষয় করে এবং কাঠের আসবাবটি দ্রুতই নষ্ট হয়ে যায়♒। তাই কাঠের আসবাবের সঠিক যত্ন করুন।
- ভেজা কাঠে ঘুণপোকা হয়। কাঠ যদি ভেজা, স্যাঁতসেঁতে থাকে কিংবা এমন জায়গায় রাখা হয় তবে সেখানে ঘুণপোকা ডিম পাড়ে। তাই কাঠের আসবাবপত্র শুকনো🌃 করে রাখতে হয়। বিশেষ করে বর্ষার দিনে আসবাবে পানি পড়লে তা সঙ্গে সঙ্গেই মুছে নিতে হবে।
- ঘরের কাঠের আসবাবপত্র ভেজা কাপড় দিয়ে মুছে নেওয়া যাবে না। সব সময় শুকনো 𒁏সুতির কাপড় 🍰দিয়ে আসবাবপত্রে ধূলা পরিষ্কার করে নিন।
- কাঠের আসবাবপত্রে কোনও ছিদ্র হয়েছে কি না খেয়াল করুন। ছিদ্র থাকলে অভিজ্ঞ কারিগর দিয়ে ঠিক🧸 করে ♛নিন। এছাড়া মোম বা গালা জাতীয় কিছু দিয়ে সেই ছিদ্র বন্ধ করুন। নয়তো ওই ছিদ্র দিয়েই ঘুণপোকা আসবাবে ঢুকে যাবে এবং সেখানে ডিম পাড়বে।
- বছরখানেক পর পর পুরোনো আসবাবপত্রে নতুন করে বার্নিশ বা রঙের প্রলেপ দিন। রঙের উগ্র গন্ধ থাকে। যে কারণে কোনো পোকামাকড় কাঠ ন🃏ষ্ট করতে পারে না।
- যে আসবাবে ঘুণ ধরেছে তা আলাদা করে রাখুন। অন্য আসবাব থেকে দূরে রাকুন। নয়তো অন্য আসবাবপত্রেও ঘুণপোকা ছ🍰ড়িয়ে যাবে। আর যে আসবাবে ঘুণ ধরে গেছে তা কারিগরকে দিয়ে ঠিক করে নিন। যে অংশটুকু ঘুনপোকা ধরেছে সেটুকু কেটে ফেলুন। এরপর আবারও মেরামত করಞে নিন।
- আসবাবপত্রকে ﷺঘুণপোকা থেকে বাঁচাতে বোরন পাউডার ব্যব⛎হার করুন। বাজারে বোরণ পাউডার পাওয়া যায়। এটি আসবাবের উপর স্প্রে করে নিন।
- আসবাবপত্র থেকে পোকামাকড়ের উপদ্রব কমাতে নিমতেল ব্যবহ🦩ার করুন। সপ্তাহে ৩ দিন নিমতেল বাড়ির মেঝে, কাঠের আসবা🏅বে স্প্রে করে নিতে পারেন।
- গুণপোকা থেকে আসবাবপত্রকে বাঁচাতে নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে ক্ষতিগ্রস্ত জায়গায় প্রলেপ দিন। এতে ঘুণপো𒁏কা থেকে কাঠকে বাঁচাতে পারবেন্
- কাঠকে ভালো রাখতে চায়ের লিকারও উপকারী। চায়ের লিকার ঘন করে বানিয়ে এর সঙ্গে ফোঁটা ভিনেগার মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ঘওুণ ধরা জায়গায় লাগিয়ে নিন। ব্যস, কাঠের আসবাব𒊎টি নতুনের মতো চকচকে হবে।