• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোন চেহারায় কেমন আকারের ভ্রু মানায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৩, ২০২৩, ০১:৪০ পিএম
কোন চেহারায় কেমন আকারের ভ্রু মানায়

মুখের সৌন্দর্যের অনেকটাই নꦬির্ভর করে ভ্রুর আকারেও ওপর। আপনার মেকআপ যত সুন্দরই হোক না কেন, ভ্রুর আকৃতি যদি মুখের সঙ্গে মানানসই না হয়, তাহলে চেহারার সৌন্দর্য যেন অনেকটাই কমে যায়। শুধু চেহারার নয়, চোখের সৌন্দর্যের অনেকটাই নির্ভর করে চো✅খের ওপর বসে থাকা ভ্রুর ওপর।

চলুন জেনে নিই চেহারা অনুযায়ী ভ্রুর আকার:

ডিম্বাকার মুখ

ত্রিকোণাকৃতির ভ্রু আপনার জ🌼ন্য বেশি মানানসই। এ ক্ষেত্রে প্রথমে সোজা হয়ে ঠিক মাঝখানে ত্রিকোণ তৈরি করবে।

গোলাকার মুখ

এ ক্ষেত্রে উ🤡ঁচু𝄹 করে ভ্রু প্লাক করুন। মনে রাখবেন, গোল মুখের সঙ্গে গোল আকারের ভ্রু একদমই মানানসই নয়।

লম্বা মুখ

ফ্লাট ভ্রু রাখুন, তবে লম্বা আকৃতির হতে হবে। এতে আপনার মুখ অনেক বেশি লম্বা দেখাবে না এবং এ🙈টা বহাল রাখাও খুব সহজ।

চারকোনা মুখ
এ ক্ষেত্রꦯে প💞ুরু এবং সামান্য বৃত্তাকার আকৃতির ভ্রু রাখুন। কখনোই বক্র আকৃতির করবেন না।

হৃদয়াকৃতির মুখ

আপনি অবশ্যই গোলাকৃতির ভ্রু রাখবেন। ভ্রুতে একটু ড্রামাটিক ভাব বা স্টাইলও আনতে পারেন। যেমন ত্রিকোণাকৃতি থেকে নিচু করে প্লাক করতে পারেন। তবে গোলাকৃতিতেই বেশি ভালো লাগবে। কিন্তু ভ্রু যাতে নাকের দিকে বেশি থাকে। কখনোই🌼 একেবারে সোজা ভ্রু রাখব꧋েন না।

হীরক আকৃতির চেহারা

গোলাকৃতি হয়ে কোনার দিকটা ꦯএকটু বাঁকা করে ওঠানো ভাবে ভ্রু প্লাক করুন।

প্লাকের জন্য কীভাবে ভ্রুয়ের পরিমাপ করবেন:

নাকের যেখান থেকে ভ্রু শুরু, সে বরাবর একটি দাগ টানবেন। ঠিক নাকফুলের জায়গা থেকে ভ্রু যেখানে শেষ হয়েছে, সে বরাবরও কোনা করে আবার দাগ টানুন। এই দুই লা෴ইনের মাঝামাঝি জায়গায় আরেকটি দাগ টানুন। এই দাগ ধরেই ভ্রুয়ের ওঠানো-নামানো, বাড়ানো-কমানোর কাজ করবেন। চটপট বের হয়ে যাওয়ার সময় পাতলা ভ্রু ঘন দেখানোর জন্য বাদামি আইব্রো পেনসিল বা পাউডার ব্যবহার করা যেতে পারে।

Link copied!