• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শীতে ঠোঁটের যত্নে যা করবেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৩, ০৫:৪৪ পিএম
শীতে ঠোঁটের যত্নে যা করবেন
শীতে ঠোঁটে গ্লিসারিন ব্যবহারে উপকার পাওয়া যায়। ছবি : সংগৃহীত

শীতে ঠোঁটে আর্🍷দ্রতা ধরে রাখার জন্য অনেক বেশি যত্ন নিতে হয়। কারণ শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁট অন💎েক বেশি পাতলা ও সংবেদনশীল। তাই এই রুক্ষ সময়টাতে ঠোঁটের যত্নে কয়েকটি কাজ অবশ্যই করার চেষ্টা করুন। আর সেগুলো হলো-

ময়েশ্চারাইজ করা
নিয়মিত ঠোঁট ময়েশ্চারাইজ করাꦺর জন্ꦿয কয়েকবার করে লিপবাম লাগাতে হবে। ঘন ঘন ঠোঁট ফাটার থেকে রক্ষা পেতে গোলাপজল ও গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে এই মিশ্রণ ঠোঁটে লাগান। 

ঠোঁটে ঘন ঘন জিভ লাগাবেন না, তাহলে ঠোঁটের পাতলা মেমব্রেনের পিএইচ লেভেলে ভারসামꦿ্য বজায় থাকবে না। এতে দ্রুত ঠোঁট ফাটতে শুরু করে। লিপস্টিক লাগানোর ১৫ মিনিট আগে লিপবাম লাগিয়ে🐭 নিন। তাহলে ঠোঁটের ময়েশ্চার ও লিপস্টিকের স্থায়ীত্ব বাড়বে।

ক্লিনজিং জেল
মুখের মতো ঠোঁটের মেকআপও তুলে ফেলা জরুরি। প্রতি রাতে ক্লিনজিং জেল দিয়ে লিপস্টিক তুলুন। অ্যালোভেরা সমৃদ্ধ ক্লিনজিং জেল ব্যবহার করতে পারলে ভালো। ক্লিনজিং জেল ব্যবহারে ঠোঁটের ত্বক যেমন নরম থাকে তেম🐠নি মেকআপ পুরোপুরি তুলে ফেলে। তাছাড়া অ্যালোভেরা ত্বকের জন্য খুবই উপকারী।

আমন্ড ক্রিম
ঠোঁটের মেকআপ তোলার পর আমন্ড ক্রিম লাগিয়ে সারারাত রেখে দিন। এর নিয়মিত ব্যবহারে ঠোঁটের কালো ভাব দূর হয়ে যাবে। নিয়মিত আমন্ড অয়েল বা দুধের সর লাগালে ঠো🍒ঁটের রঙ উ💧জ্জ্বল হয়।

গোলাপের পাপড়ি
গোলাপের প♉াপড়ি পেস্ট করে ঠোঁটে লাগালে ঠোঁট নরম ও গোলাপি হবে। নরম ঠোঁট পেতে রাতে শোওয়ার সময় নারকেল তেল, চন্দন বাটা ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। সকালে উঠে আবার ধুয়ে ফেলুন।

লিপগ্লস
কোথাও ঘুরতে বের হলে ঠোঁটে লিপগ্লস লাগিয়ে নিতে পারেন। চাইলে শুধু ব্রাইট লিপগ্লসও ব্যবহার করতে পারেন। গমরঙের বা ডাꦅর্ক স্কিন টোনে নিয়ন পিংক বা লাইট মভের মতো রঙও ব্যবহার করতে পারেন।

ফাউন্ডেশন
ঠোঁট ম🍃সৃণ না হলে লিপ কালার লাগানোর আগে সামান্য ফাউন্ডেশন লাগღান। শুধু ফাউন্ডেশনে ঠোঁট শুষ্ক মনে হতে পারে, তাই ফাউন্ডেশনের ওপর সামান্য লিপ বাম লাগান। ফাউন্ডেশন অনেক সময় লিপ কালারের রং হালকা করে দেয়, তাই ফাউন্ডেশনের সঙ্গে মানানসই লিপ কালার নিতে হবে।

লিপ লাইনার
যে রঙের লিপস্টিক ব্যবহার কর✨ছেন সেই রঙের লিপ লাইনার ব্যবহার করুন। ন🅠্যুড শেডের লিপ লাইনারও ব্যবহার করতে পারেন। ঠোঁটের শেপ বড় দেখাতে চাইলে লিপ লাইনার ভালো কাজ করবে। আবার ঠোঁট পাতলা হলে লাইনার দিয়ে ঠোঁটের শেপ ঠিক করতে পারেন।

সরু ও পাতলা ঠোঁটে আউটলাইনের জন্য ঠোঁটের ভেতরের দিকে হালকা টোনের লিপ কালার লাগান। বাইরে🦋র অংশ আউটলাইন করতে ডার্ক কালার ব্যবহার করুন।ꦇ তারপর ভালো করে দুই ধরনের কালার ব্লেন্ড করুন। ক্রিমসমৃদ্ধ গ্লসি কালার বেছে নিতে পারেন।

Link copied!