নামী ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ আর জুতো ব্যবহার করা অনেকেরই শখ। ব্র্যান্ডের পণ্য দাম দিয়েই তো কিনতে হয়। কিন্তু অযত্নে থাকলে ব্র্যান্ডের ব্যাগও নষ্ট হয়ে যায় দ্রুত। তাতে মন খারাপ তো হবেই। সাধারণত নিয়মিত ব্যবহারের জন্যই হ্যান্ডব্যাগ লাগে। ব্যাগের রঙও নষ্ট হয়ে যায়। চামড়ার ব্যাগ আলমারিতে রাখাও যায় না। তাই ব্যাগের যত্নে বিশেষ ব্যবস্থা করতে হ🔥য়। কোন ব্যাগ কীভাবে যত্ন নিলে দীর্ঘদিন ভালো থাকবে তা জেনে নিন﷽ এই আয়োজনে।
চামড়ার ব্যাগ
চামড়ার ব্যাগ আলমারিতে রাখা যাবে না। এটি নিয়মিত ব্যবহার করতে থাকুন। চামড়ার ব্যাগ নিয়মিত ব্য꧑বহার করলেই ভালো থাকবে। স্যাঁতস্꧟যাঁতে পরিবেশে চামড়ার ব্যাগ পড়ে থাকলে দ্রুত নষ্ট হয়ে যাবে। চামড়ার ব্যাগ যদি বেশি ব্যবহার না করা হয় তবে ৩ দিন পর পর পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে ব্যাগের চেইন খুলে ভেতরে ঝেড়ে নিন। অ্যামোনিয়া বা ব্লিচ মিশ্রিত কোনো ধরণের তরল ব্যবহার করা যাবে না। পানির সঙ্গে লিক্যুইড সাবান গুলে কাপড় ভিজিয়ে ব্যাগ মুছে নিন। এরপর শুকনো কাপড় দিয়ে আবারও ভালোভাবে মুছে নিন।
সুতির কাপড়ের তৈরি ব্যাগ
সুতির তৈরি ব♔্যাগ সাবান পানিতেও ধোয়া যায়। সাধারণ🔯 সাবান দিয়েও এই ধরণের ব্যাগ ধোয়া যাবে। তবে ব্যাগ সাবান পানিতে ডুবিয়ে তুলে ধুয়ে নিবেন। ভুলেও ঘষবেন না। ব্যাগে পানি ঝড়াতে ঝুলিয়ে রাখুন। নিংড়ানো যাবে না। এরপর রোদে শুকিয়ে নিন। ব্যাগের রং ভালো রাখতে সরাসরি রোদে দিবেন না।
জুটের ব্যাগ
জুটের ব্যাগের খাঁজে ধুলো-ময়লা ঢুকে যায়। তাই এট♏ি নౠিয়মিত পরিষ্কার করে নিন। দাঁত মাজার ব্রাশে লিক্যুইড সাবান লাগিয়ে জুটের ব্যাগের উপর ঘষে নিতে পারেন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। জুটের তৈরি ব্যাগ ভালো করে শুকিয়ে নিতে হবে। নয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।