রাসেল ভাইপার সাপ নিয়ে কি🌊ছুদিন বেশ তোলপাড় হ🌃য়েছে। যদিও এখন অনেকেই সতর্ক হয়ে গেছেন। সাপ মোকাবিলায় ব্যবস্থাও শিখে গেছেন অনেকে। তবে ভীতি কিন্তু পুরোপুরি কাটেনি। এরইমধ্যে নতুন প্রজাতির সাপের সন্ধান মিলেছে। বিশেষ প্রজাতির এই সাপের অস্বস্তি মিলেছে ভারতে। শুধু তাই নয়, নতুন প্রজাতির এই সাপের নামকরণও করা হয়েছে বিখ্যাত এক অভিনেতার নামে।
সাপ ভয় পান না এমন মানুষ কমই রয়েছেন। সাপের ছোবলের কথা মনে এলেই ভয় হয়। এই আতঙ্কের মধ্য♎েই নতুন প্রজাতির সাপের সন্ধান পেয়েছে ভারতে। হিমালয়ে পাওয়া গেছে এই বিশেষ প্রজাতির সাপ। জানা যায়, বিশ্বের সব দেশে এই সাপেরไ দেখা মিলবে না। শুধুমাত্র ভারতম জার্মানি ও ব্রিটেনের বিজ্ঞানীরাই এই নতুন প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন।
সম্প্রতি সায়ান্টিফিক’ রিপোর্টস নামে🐬র এ𓃲ক গবেষণা পত্রে এই নতুন ধরনের সাপ নিয়ে বিস্তারিত প্রকাশিত হয়। যেখানে বলা হয়, ২০২০ সালে এই নতুন প্রজাতির সাপের হদিস পাওয়া যায়। যার নাম দেওয়া হয় অ্যাঙ্গুইকিউলাস ডিক্যাপ্রোই।
সাপটির নামকরণ বিখ্যাত অভিনেতার নামেই করা হয়েছে। বিজ্ঞানীরা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামানুসারে সাপটির নামকরণ করেছেন। এই অভিনেতা টাইটানিক, উলফ অফ দ্য ওয়াল স্ট্রিট, রেভেন্যান্টের মতো জনপ্রিয় ছবিতে অভিনয়ের জ🐠ন্য খ্যাতি পেয়েছেন।
বিজ্ঞানীরা জানান, সাপ পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ অবদান রাখে। বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও পরিবেশের প্রতি অবদান রেখেছেন। তার সেই অবদানকে স্মরণ রাখতেই 𓂃সাপের নাম দেওয়া হয়েছে অ্যাঙ্গুইকিউলাস ডিক্যাপ্রোই। এই প্রজাতির সাপ সাধারণত হিমাচল, উত্তরাখণ্ড এবং নেপালের পাহাড়ি এলাকায় পাওয়া যায়। এটি স্বভাবে শান্ত এবং নির্বিষ সাপ।