• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মুখে সিরাম ব্যবহারে যেসব ভুল করছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৩:২২ পিএম
মুখে সিরাম ব্যবহারে যেসব ভুল করছেন
সিরাম ব্যবহার। ছবি: সংগৃহীত

রূপচর্চায় কত প্রসাধনীর ব্যবহার হয়। ইদানিং যোগ হয়েছে সিরাম ব্যবহার। বেশ কয়েক বছর🦹 ধরে রূপচর্চায় সিরামের ব্যবহার বেড়েছে। তরুণীসহ বয়স্করౠাও ঝুঁকেছেন সিরামের দিকে। বিশেষ করে কোরিয়ান নারীদের মতো নিখুঁত ও স্বচ্ছ ত্বক পেতেই রূপচর্চায় সিরাম এতো জনপ্রিয় হয়েছে। মুখের দাগ দূর করে উজ্জ্বল ত্বকের জন্য় টোনার ও ময়েশ্চারাইজারের সঙ্গে সিরামও এখন জরুরি হয়ে উঠেছে। তবে নতুন এই প্রসাধনৗর সঠিক ব্যবহার জানতে হবে। কারণ এটি ব্য়বহার ভুল হলে ত্বকে হিতে বিপরীত হতে পারে।

  • দিনে দুই বারই সিরাম যথেষ্ট। অনেকে যখনই মুখ ধুয়ে নিচ্ছেন তখনই সিরাম লাগিয়ে নেন। এটা ঠিক নয়। সকালে ও রাতে দুই বেলা সিরাম ব্যবহার করুন।
  • সকাল ও রাতের ত্বকে যত্ন একেবারেই ভিন্ন। খনও ময়েশ্চারাইজারের আগে সিরাম মাখতে হয়। আবার কখনও স্কিন কেয়ারের শেষ ধাপে সিরাম মাখতে হয়। কোন সিরাম কখন লাগাবেন তা ভালো করে জেনে এরপর ব্যবহার করুন।
  • ত্বকের ধরণ অনুযায়ী ক্লিনজিং দিয়ে মুখ পরিস্কার করে নিন। ত্বকের প্রাকৃতিক তেল ও পিএইচ স্তরের ভারসাম্য যেন নষ্ট না হয় তা খেয়াল রাখুন।। এরপর টোনার লাগান। টোনারের পর সিরাম লাগাবেন। সিরাম ত্বক সম্পূর্ণরূপে শোষণ করা পর্যন্ত অপেক্ষা করুন। এর আগে অন্যকিছুই ব্যবহার করবেন না।
  • ত্বককে হাইড্রেট রাখবে এমন সিরাম বেছে নিন্। সকালে ময়েশ্চারাইজারের পর সিরাম মাখুন। এরপর সানস্ক্রিন মেখে নিবেন। সকালে সানস্ক্রিন বাদ দেওয়া যাবে না।
  • রাতে ফোমিং ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। স্ক্রাব করে নিতে পারেন। এতে মৃত কোষ পরিষ্কার হবে। এরপর টোনার লাগান। এরপর মুখে সিরাম মেখে হালকা হাতে মালিশ করুন। এতে রক্ত সঞ্চালন বাড়বে। কিছুক্ষণ অপেক্ষা করে নাইট ক্রিম লাগিয়ে নিন। মনে রাখবেন, মুখ ধুয়েই সঙ্গে সঙ্গে সিরাম ব্যবহার করবেন না।
  • ত্বকের ধরণ বুঝে কিংবা আপনার ত্বকের জন্য কোন সিরাম ব্যবহার করতে তা দেখে কিনুন। প্রয়োজনে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন। সিরাম সম্পর্কে ধারণা না থাকলে অযথা নিজে থেকে কিনতে যাবেন না।
Link copied!