• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কারাগারে বন্দীকে ‘জীবিত খেল’ পোকামাকড়!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৩, ০৩:২৬ পিএম
কারাগারে বন্দীকে ‘জীবিত খেল’ পোকামাকড়!

যুক্তরꦕাষ্ট্রের আটলান্টার একটি কারাগারে পোকামাকড় ও ছারপোকা ‘জীবিত খেয়ে ফেলায়’ লাশন থম্পসন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তার পারিবারিক আইনজীবী অভিযোগ করেছেন। তাকে একটি অপরাধের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছিল। মানসিক অসুস্থ বিবেচনা করে আটলান্টার ফুলটন কাউন্টি কারাগারের মনোরোগ সেলে রাখা হয়েছিল।

ব্রিটিশ 𒅌সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, থম্পসনের পারিবারিক আইনজীবী মাইকেল ডি হার্প🌠ার কিছু ছবি প্রকাশ করেছেন। এতে দেখা যায়, থম্পসনের শরীর পোকামাকড় দিয়ে ভর্তি। তার শরীর খেয়ে ক্ষতবিক্ষত করেছে। এ ঘটনার ফৌজদারি তদন্ত দাবি করেছেন তার আইনজীবী। মামলা দায়েরের বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানানা তিনি।

এক বিবৃতিতে হার্পার বলেন, “পোকামাকড় ও ছারপোꦺকা জীবিত খেয়ে ফেলার পর কারাগারের নোংরা একটি কক্ষে থম্পসনকে মৃত অবস্থায় পাওয়া যায়। থম্পসনকে কারাগারের যে কক্ষে রাখা হয়েছিল, তা কোনো অসুস্থ কারও জন্য উপযুক্ত নয়। এমন পরিণতি তার প্রাপ্য ছিল না।”

ইউএসএ টুডের প্রতিবেদন অনুযায়ী, ফুলটন কাউন্টির মেডিকেল নিরীক্ষকের রিপোর্টে বলা হয়, গ্রেপ্তারের তিন মাস পর গত ১৯ সেপ্টেম্বর🌊 থম্পসনকে তার কারাকক্ষে অচেতন অবস্থায় পাওয়া যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সিবিএসের প্রতিবেদনে বলা হয়, থম্পসনের অবস্থার অবনতি হতে দেখেও কারা কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা তাঁকে সহযোগিতা করা বা অন্যভাবে সাহায্য করার কোনো পদক্ষেপ নেয়নি বলে✅ কারা নথিতে বলা হয়।

মেডিকেল নিরীক্ষকের রিপোর্টে বলা হয়, মনোরোগ ওয়ার্ডে থম্পসনের কারাক🧜ক্ষে ‘ছারপোকার মারাত্মক উপদ্রব ছিল’। তবে থম্পসনের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন নেই বলে এতে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি বলে রিপোর্টে বলা হয়েছে।

Link copied!